দেশজুড়ে

জমি নিয়ে বিরোধে দিনে সংঘর্ষ, রাতে গুলিতে বৃদ্ধ নিহত

কক্সবাজারের ঈদগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষের পর গুলিতে হাবিবুল হুদা চৌধুরী (৬০) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) তারাবির নামাজের পর রাত ১১টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।

Advertisement

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মছিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের ছেলে অ্যাডভোকেট ড. আবিদুল হুদা জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাকদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল নিহত হাবিবুল হুদা চৌধুরী পক্ষের। এ নিয়ে শুক্রবার দুপুর থেকে কয়েক দফা সংঘর্ষ হয়৷ এর জেরে রাতে তারাবির নামাজের পর আবদুর রাজ্জাক পক্ষের ২০-২৫ জনের সশস্ত্র মুখোশধারী দল আকস্মিক হাবিবুল হুদা চৌধুরীর বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা হাবিবুল হুদা চৌধুরীকে সামনে পেয়ে গুলি করে। তাকে বাঁচাতে সামনে আসা বাড়ির দুই নারীও গুলিবিদ্ধ হয়েছেন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুল হুদাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে দিনভর কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তারা হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থলের কাছেই সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প থাকলেও সংঘর্ষ এবং হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

Advertisement

অভিযোগের বিষয়ে জানতে চেয়ারম্যান আবদুর রাজ্জাকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ থাকায় সম্ভব হয়নি।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মছিউর রহমান জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। জমি নিয়ে বিরোধে চেয়ারম্যান ও নিহত পক্ষের সংঘর্ষের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রচার হচ্ছে। এখনো কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

সায়ীদ আলমগীর/এমএন/এমএস

Advertisement