সাহিত্য

শাহানাজ শিউলীর কবিতা: চাওয়া

আমি সেই দেশটা চাইসাম্যের গীত বুকে ধরে হিংসা-বিদ্বেষ ভুলে গিয়েভালোবাসায় জড়িয়ে নিয়েনারী-পুরুষ নির্বিশেষেঘুমিয়ে থাকে ভাই।

Advertisement

যেখান দেশের একটি লোকও মূর্খ থাকে না,দেশের মাটি বিক্রি করে অর্থ-কড়ি ব্যাংকে ভরে পাশবিকতার নির্মমতায়ধর্ষিত হয় না।

ঘামঝরা ওই শরীরটাকেমেলিয়ে গাছের নিচে পরের দুঃখে দুঃখী হয়ে সুখটুকু সব বিলিয়ে দিয়েনারীলোভী অর্থপাচার সব কিছুই তার মিছে।

যেখান লোকে স্বপ্ন চোখে আঁকতে পারে ভালো, আঁধারটাকে মাড়িয়ে দিয়ে জ্ঞানের মশাল হাতে নিয়ে বিজ্ঞানের আলোক শিখায় জ্বালতে পারে আলো।

Advertisement

এসইউ/এমএস