আন্তর্জাতিক

সিরিয়ায় বিমান হামলা চালালো ইসরায়েল

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

এর আগে যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থা সিরিয়ার রাজধানীতে ইসরায়েলি অভিযানে একজন নিহত হওয়ার খবর প্রকাশ করে।

পৃথক এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দামেস্কে ইসলামিক জিহাদের একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের বিরুদ্ধে কোনো গোষ্ঠীকে দায়মুক্তি দেওয়া হবে না। সেটা হোক দামেস্ক বা অন্য কোথাও। সিরিয়াকে ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে দেওয়া হবে না বলেও জানানো হয়।

Advertisement

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েল দামেস্কের একটি ভবনে হামলা চালিয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, এই কমান্ড সেন্টারটি ইসরায়েলের বিরুদ্ধে পরিকল্পনা ও নির্দেশনা দেওয়ার জন্য ব্যবহার করা হতো।

এতে আরও বলা হয়েছে, সামরিক বাহিনী গোষ্ঠীগুলোকে সিরিয়ার ভূখণ্ডে নিজেদের অবস্থান তৈরি করতে ও ইসরায়েলের বিরুদ্ধে কাজ করতে দেবে না।

ইসলামিক জিহাদের একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলি জেট তাদের একটি ভবনে আঘাত হেনেছে এবং এতে হতাহতের ঘটনা ঘটেছে।

Advertisement

ব্রিটিশভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী দামেস্কে একটি ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন।

সূত্র: এএফপি

এমএসএম