মালয়েশিয়ায় চলমান ডেভিস কাপ জুনিয়র টেনিসে সেমিফাইনালে ওঠা হয়নি বাংলাদেশের। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের কাছে বাংলাদেশ হেরেছে ৩-০ গেমে।
Advertisement
বাংলাদেশের কাব্য গায়েনকে ৬-৩ ও ৬-১ গেমে হারিয়েছেন পাকিস্তানের রোমান হামজা। তুষার মো. তানভীর ২-৬, ০-৬ গেমে হেরেছেন পাকিস্তানের শাহবাজ আলীর কাছে। দ্বৈত ইভেন্টে কাব্য ও তুষার জুটি ৪-৬, ১-৬ গেমে হেরেছেন পাকিস্তানের রোমান ও তালহার কাছে।
কোয়ার্টার ফাইনালে হারের কারণে বাংলাদেশকে খেলতে হবে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে। স্থান নির্ধারণী প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। এই ম্যাচে জিতলে বাংলাদেশ পরের ম্যাচে মঙ্গোলিয়ার মুখোমুখি হবে।
আরআই/এমএইচ/
Advertisement