অর্থনীতি

প্রাইম ব্যাংকের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

২০২৪ সালের সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে বেসরকারি প্রাইম ব্যাংক পিএলসি। এর মধ্যে ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ এবং ২ দশমিক ৫০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ রয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৩ মার্চ) ব্যাংকটির বোর্ড সভায় কোম্পানির বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।  

২০২৪ সালের সমাপ্ত বছরে ব্যাংকটির নিট মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে ৫৪ শতাংশ। নিট মুনাফা হয়েছে ৭৪৫ কোটি টাকা, যা গত বছরে ছিল ৪৮৪ কোটি টাকা। ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫৮ পয়সা, যা গত বছরে ছিল ৪ টাকা ২৭ পয়সা।  

আরও পড়ুনগুলশান-বনানীর অভিজাত শপিংমলে জমে উঠেছে ঈদের কেনাকাটা টানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকলো শেয়ারবাজার 

বছর শেষে ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) এবং শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে যথাক্রমে ৩৪ টাকা ২৭ পয়সা এবং ৩ টাকা ৬ পয়সা।  

Advertisement

২০২৪ সালের ডিসেম্বর শেষে ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৪ হাজার ৮১২ কোটি টাকা। প্রাইম ব্যাংকের ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার (সিআরএআর) দাঁড়িয়েছে ১৭ দশমিক ৩৭ শতাংশ, যা ব্যাংকিং খাতের মধ্যে সর্বোচ্চ।  

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডাদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ মে। এছাড়া রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ এপ্রিল।  

এমএএস/কেএসআর

Advertisement