আইপিএলে শুধু ব্যাটার হিসেবে খেলার ছাড়পত্র পেয়েছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক মিচেল মার্শ। আগামী ২২ মার্চ থেকে শুরু হওয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে লখনৌ সুপার জায়ান্টের হয়ে খেলবেন তিনি।
Advertisement
এর আগে পিঠের ইনজুরির কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারেননি মার্শ। এখনো চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ডানহাতি অলরাউন্ডারের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
গেল ফেব্রুয়ারি মেরুদণ্ড বিশেষজ্ঞের পরামর্শ নেন মার্শ। এরপর পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেন ৩৩ বছর বয়সী তারকা। সম্প্রতি ব্যাট হাতে অনুশীলনে ফেরেন। এরপরই আইপিএলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
ডানহাতি মিডিয়াম পেসার কাম ব্যাটার মার্শকে ৪ লাখ মার্কিন ডলার দিয়ে গেল বছরের মেগা নিলাম থেকে কিনে নেয় লখনৌ। আগামী ১৮ মার্চ লখনৌর হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে ভারতে আসবেন অসি তারকা।
Advertisement
গেল ৭ জানুয়ারি বিগ ব্যাশ লিগে পার্থ স্কচার্সের হয়ে সর্বশেষ কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেন মার্শ। আইপিএলে আগের তিন মৌসুম দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা এ অসি তারকা এরপর থেকেই বিশ্রামে।
২০২৪ আসরে দিল্লির হয়ে মাত্র ৪ ম্যাচ খেলতে পারেন মার্শ। এরপর হ্যামস্ট্রিং চোটে পড়ে দেশে ফেরত আসেন। পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে গেল জুনে যুক্তরাষ্ট্রে ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যান অস্ট্রেলিয়ার অধিনায়ক হয়ে।
আইপিএলে এর আগে হায়দরাবাদ, রাইজিং পুনে সুপারজায়ান্ট, পুনে ওয়ারিয়র্স ও ডেকান চার্জারসের হয়ে খেলেছেন মার্শ।
এমএইচ/
Advertisement