রাজনীতি

কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরির চেষ্টা করছে: মির্জা আব্বাস

রাজনৈতিক নেতাদের মধ্যে কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

Advertisement

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর মালিবাগে স্কাইভিউ হোটেলে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, আমরা যদি ইফতারে এক টেবিলে একসঙ্গে মজা করি, এনজয় করি- তাহলে একসঙ্গে দেশকে এগিয়ে নিতে সমস্যা কী? আমাদের মধ্যে কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরি করার চেষ্টা করছে। হিংসা নিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়া যায় না। তাই আগামী নির্বাচন নিয়ে আমরা একসঙ্গে কাজ করবো।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, আন্দোলনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অনেক অবদান ছিল। নুরুল হক নুরের অবদান ছিল অনেক।

Advertisement

আরও পড়ুন মাহফুজ আলম প্রতিবেশী দেশের গুপ্তচরদের ভাষাতেই কথা বলেছেন  একে অপরের প্রতি দোষারোপ বন্ধ করার আহ্বান ফারুকের 

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, জনকল্যাণমুখী সংস্কারের সঙ্গে আমরাও একমত। প্রধান উপদেষ্টা আপনি খুব শিগগির জনগণের চাহিদা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি পরিষ্কার রোড ম্যাপ ঘোষণা করুন। জুলাই অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা বিএনপি ধারণ করে জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের সব মানুষ সমর্থন দিয়ে আন্দোলন করেছে। তারাও আকাঙ্ক্ষা ধারণ করে। দেশের মানুষের অধিকার, স্বাধীকার আন্দোলনে ও গণতন্ত্র প্রতিষ্ঠার সব চেয়ে বেশি ভূমিকা পালন করেছে ছাত্ররা।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।

কেএইচ/কেএসআর/জিকেএস

Advertisement