বিনোদন

ঈদে নতুন সাত সিনেমা দেখাবে চ্যানেল আই

ঈদের আনন্দ উপভোগ করতে টেলিভিশন দর্শকদের জন্য বাড়তি মাত্রা যোগ করতে যাচ্ছে চ্যানেল আই। এবারের ঈদুল ফিতরের ছুটির দিনে দর্শকরা উপভোগ চ্যানেলটিতে উপভোগ করতে পারবেন সাতটি সিনেমা। এই সাতটি সিনেমার টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে এই আয়োজনেই।

Advertisement

চলচ্চিত্রগুলো সম্প্রচারিত হবে ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিটে। ঈদের প্রথম দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রচার হবে সিনেমাগুলো।

যথাক্রমে দেখা যাবে কিল হিম, দরদ, আগন্তুক, গ্রীন কার্ড, ডেড বডি, মাকড়সার জাল এবং মেকাপ।

এর মধ্যে ‌‘কিল হিম’ সিনেমায় জুটি বেঁধে হাজির হবেন অনন্ত জলিল ও বর্ষা। অ্যাকশন ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। ‘দরদ’ ছবিটির প্রধান চরিত্র শাকিব খানের। এতে তার বিপরীতে আছেন বলিউডের নায়িকা সোনাল চৌহান। তৃতীয় দিনের সিনেমা ‘আগন্তুক’ বিপ্লব সরকারের নির্মিত চলচ্চিত্র। যৌথভাবে এটি প্রযোজনা করেছেন রম্য রহিম চৌধুরী, তাজুল হক ও বিপ্লব সরকার। চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, সাহানা রহমান সুমি, রতন দেব, মাহমুদ আলম, এহান, রাফসান, হৃদয়, হাসিমুন, নাঈমা তাসনিমসহ অনেকে।

Advertisement

‘গ্রিন কার্ড’ যৌথভাবে নির্মাণ করেছেন কাজী হায়াৎ ও রওশন আরা নিপা। আমেরিকায় কতটা অসহায় বাংলাদেশিরা সেই চিত্রই তুলে ধরা হয়েছে এ ছবির গল্পে। এতে অভিনয় করেছেন কাজী মারুফ, নুসরাত তিসাম, নাজিদা সৈয়দ, নওশীন, হিল্লোল, শিরিন বকুল, শিল্পী, কাজী আরিশা, রাফি আহমেদ, আকাশ রহমানসহ অনেকে।

‘ডেড বডি’ নির্মাণ করেছেন মোহাম্মদ ইকবাল। হরর গল্পের সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর সানী, জিয়াউল রোশান, মিশা সওদাগর, শ্যামল মাওলা, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহান ও কলকাতার অন্বেষা রায়সহ আরও অনেকে। ‘মাকড়সার জাল’ ছবিটি পরিচালনা করেছেন আকাশ আচার্য্য। সোমা আচার্য্যের গল্পে বাবুল রেজা এর চিত্রনাট্য লিখেছেন। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন হিমাদ্রী হিমু, সামিহা আক্তার ও বড়দা মিঠুসহ অনেকেই।

ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করা হয় এই ছবিটিকে। অবশেষে সিনেমা থেকে কিছু অংশ বাদ দিয়ে এটি মুক্তির অনুমতি পায়। চলতি বছরের ১০ জানুয়ারি ছবিটি হলে মুক্তি পেয়েছিল। এবার চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ‘ইউ গ্রেড’ পাওয়া এ ছবিটি দেখাবে চ্যানেল আই। ঈদের সপ্তম দিনে প্রচার হওয়ার তালিকায় থাকা ‘মেকাপ’ সিনেমাটি নির্মাণ করেছেন অনন্য মামুন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, রোশান, রিয়েলী, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জি, বিশ্বনাথ।

এলআইএ/এএসএম

Advertisement