সারাদেশে নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, সাইবার বুলিং, মোরাল পুলিশিং এবং বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।
Advertisement
বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণবিরোধী বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। দুপুর ১২টায় টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মিছিল ও সমাবেশ করার মাধ্যমে পালিত হয় এই কর্মসূচি।
মিছিলে ‘উই ওয়ান্ট জাস্টিস, হ্যাং দ্য র্যাপিস্ট’, ‘উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস, জাস্টিস’, ‘ধর্ষকের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘অনিরাপদ আমার বোন, সজাগ হও প্রশাসন’, ‘সবাই তোলো বিচার দাবি, ধর্ষক তুই কোথায় যাবি?’, ‘বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করো, বন্ধ করো!, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’ স্লোগান দেন শিক্ষার্থীরা।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন আন্দোলনকারীরা শিক্ষার্থীরা। সমাবেশে রাহী নায়েব বলেন, ধর্ষণের ঘটনা ঘটলে তা ভাইরাল না হওয়া পর্যন্ত সরকার বিচারের পদক্ষেপ নেয় না। এমনকি, সোশ্যাল মিডিয়ায় ভাইলার না হলে, কেস ফাইল করা হয় না।
Advertisement
সাইফা ইসলাম বলেন, আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে ধর্ষক নামক কীটদের অতিদ্রুত বিচারের আওতায় আনা হোক। নিরাপদ সমাজ গড়া হোক। সংস্কার করতে হলে আগে জুডিসিয়ারি সিস্টেমে সংস্কার করতে হবে।
রাফিজ খান বলেন, গণঅভ্যুত্থানের পর আমাদের প্রত্যাশা ছিলো আমরা ভোটের অধিকার, জীবনের নিরাপত্তা পাবো। কিন্তু বর্তমান সরকার ভোটের আগে নাগরিকের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।যার সবচেয়ে বড় ভিকটিম নারীরা।
এমএমএআর/জেআইএম
Advertisement