চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবের পবিত্র মক্কায় গিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বর্ষা ওমরাহ পালনের কয়েকটি ছবি প্রকাশ করে সেই তথ্য নিশ্চিত করেছেন।
Advertisement
পোস্টটি দিয়ে এর ক্যাপশনে বর্ষা লেখেন, ‘আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করুন, আমিন। আমার আত্মাটা রেখে গেলাম। ইনশাআল্লাহ আবার ফিরে আসব।’
বর্ষা কোথাও গেলে সাধারণত সঙ্গী হয়ে থাকেন তার স্বামী অনন্ত জলিল। কিন্তু ফেসবুকে প্রকাশিত ছবিতে বর্ষাকে একা দেখা গেছে। তাই অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে- বর্ষা একা কেন? অনন্ত জলিল কোথায়? বর্ষা অবশ্য এ প্রশ্নের উত্তর দেননি।
এদিকে অনন্ত জলিলের অবস্থান জানতে যোগাযোগ করে সাড়া মেলেনি। তবে অভিনেতার ঘনিষ্ঠজনরা বলছেন তিনি দেশেই রয়েছেন।
Advertisement
বর্ষা গত ৬ মার্চ ওমরাহ পালনের উদ্দেশে পবিত্র নগরী মক্কায় যান। ওমরাহ পালন শেষে আগামী ১৩ মার্চ ঢাকায় ফিরবেন বলে তিনি জানিয়েছেন।
আরও পড়ুন: অনন্ত-বর্ষার সিনেমা সফল হলে পরাজয়টা কার? সংসার জীবনের ১ যুগ পূর্ণ করলেন অনন্ত-বর্ষাবর্ষা সবশেষ ২০২৩ সালে ‘কিল হিম’ সিনেমায় অভিনয় করেছেন। অ্যাকশননির্ভর গল্পের এ সিনেমাটিতে অনন্ত জলিলের সঙ্গেই দেখা গেছে তাকে। সিনেমাটি নির্মাণ করেন মোহাম্মদ ইকবাল। অনন্ত-বর্ষা জুটির ‘নেত্রী দ্য লিডার’ সিনেমাটি মুক্তির মিছিলে রয়েছে।
এমএমএফ/এলআইএ/এএসএম
Advertisement