দীর্ঘদিন ধরেই ঢালিউডের দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে একরকম দ্বন্দ্ব চলছিল। সেটাই এখন আবার নতুন করে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তুলেছে। সম্প্রতি অপু বিশ্বাস একটি ফেসবুক পোস্ট দিয়ে বেশ কিছু প্রশ্ন উস্কে দেন। যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।
Advertisement
অপু বিশ্বাস গতকাল সন্ধ্যায় তার ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘এক মা তার মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে, আরেক মায়ের আদিখ্যেতা উপচে পড়ছে।’
নেটিজেনরা মনে করছেন, এই পোস্টের মাধ্যমে অপু বিশ্বাস নায়িকা শবনম বুবলীকে ইঙ্গিত করেছেন। কারণ, তার পোস্টের কয়েক ঘণ্টা আগেই বুবলী একটি রিলস ভিডিও শেয়ার করেন। সেখানে ছেলে শেহজাদের সঙ্গে দেখা গেছে তাকে। শেহজাদ তার মা-বাবার নাম পেনসিল দিয়ে খাতায় লিখছে। ছোট্ট শেহজাদের হাতের লেখা দেখে নেটিজেনদের অনেকে প্রশংসাও করছেন। এই ভিডিওর ক্যাপশনে বুবলী লেখেন, ‘বাপজানের প্রথম হাতের লেখা। সবাই দোয়া করবেন আমাদের শেহজাদ বাবার জন্য।’
এটি দেখে অনেকে মনে করছেন, বুবলীর ওই ভিডিও দেখেই অপু বিশ্বাস পোস্ট করে সমালোচনা করেছেন। নেটিজেনদের ভাষ্য, অপু বিশ্বাস তার ফেসবুক পোস্টে দুজন মায়ের কথা বলেছেন। একজন মাগুরায় ধর্ষণের শিকার শিশুকন্যাটির মা, অন্যজন শেহজাদের মা বুবলী। ধর্ষণের শিকার শিশুটি এখনো লাইফ সাপোর্টে, এ নিয়ে প্রতিবাদে সোচ্চার সারা দেশ। আর এই পরিস্থিতিতে বুবলী তার ছেলের ভিডিও পোস্ট করেছেন- এটিকে অপু বিশ্বাস ‘আদিখ্যেতা’ হিসেবে দেখছেন।
Advertisement
অপু বিশ্বাসের এই পোস্টের বিষয়ে তার ভক্তদের মধ্যে কিছু সমর্থনও পাওয়া গেছে। তবে অনেকে এটা ঠিক নয় বলেও মন্তব্য করেছেন। তাদের মতে, নায়িকাদের ফেসবুকে এমন মন্তব্য করা উচিত নয়। এতে তাদের নিজেদের সম্মান হুমকির মুখে পড়ে এবং অন্যদের কাছে নেতিবাচক ধারণা তৈরি হয়।
এদিকে শবনম বুবলীর ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, অপু বিশ্বাসের প্রকাশিত একটি সাক্ষাৎকারের পরই বুবলী এই ভিডিও শেয়ার করেছেন। অপু সেখানে তার বক্তব্যে বলেন, ‘শাকিব খান আমার কাছে শাহরুখ খানের মতো। আমার ঘরেই এখন শাহরুখ খান আছে।’
এই মন্তব্যের পর, বুবলীও শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তার নতুন সিনেমা ‘বরবাদ’-এর টিজার দেখে উচ্ছ্বসিত হন এবং শাকিবের জন্য শুভকামনা জানান। তিনি প্রমাণ করতে চেয়েছেন, শাকিব শুধু অপুর একার নয়, তারও প্রিয়। সেইসঙ্গে শাকিব খান যে বুবলীরও অনেক বেশি আপন সেটা বোঝাতে তিনি সন্তানকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন।
এভাবে শাকিব খানকে কেন্দ্র করে এই দুই নায়িকার মধ্যে দ্বন্দ্ব দিন দিন তীব্র হয়ে উঠছে। যদিও শাকিব খান গণমাধ্যমে জানিয়েছেন, অপু বিশ্বাস ও শবনম বুবলী দুজনই তার জীবনে অতীত। তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবে সন্তানদের মা হিসেবে মাঝে মাঝে তাদের সঙ্গে দেখা-সাক্ষাৎ হয়।
Advertisement
এলআইএ/এএসএম