সারা দেশে সংঘটিত ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
Advertisement
সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় প্রায় সোয়া এক ঘণ্টা এই কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কের দুইপাশে অন্তত ৬ কিলোমিটার যানজট দেখা দেয়।
এসময় ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন কুমিল্লা সরকারি কলেজ, লালমাই সরকারি কলেজ ও সিসিএন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বিক্ষোভকারী একাধিক শিক্ষার্থী বলেন, আমরা সবাই আছিয়ার ধর্ষণের কাহিনি জানি। এমন অনেক ধর্ষণ হয়, যার খবর বাংলার মানুষ জানে না। অনেক পরিবার আছে আত্মসম্মানের ভয়ে প্রকাশ করে না। এভাবে ধর্ষণ বাড়ার অন্যতম কারণ হচ্ছে ধর্ষকদের উপযুক্ত সাজা না হওয়া। ১০-২০ হাজার টাকা দিয়ে, হুমকি ধামকি দিয়ে তারা আবার মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়ায়। আমরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রকাশ্যে এদের ফাঁসির রায় কার্যকর করা হোক, যাতে কেউ ধর্ষণতো দূরের কথা, চিন্তাও না করতে পারে।
Advertisement
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার জাগো নিউজকে বলেন, ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা ধর্ষণের প্রতিবাদে বাংলা ব্লকেড নামে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে সড়কের দুই পাশে প্রায় ৬ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সঙ্গে কথা বললে তারা অবরোধ তুলে নেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
জাহিদ পাটোয়ারী/এফএ/জিকেএস