পাবনার সাঁথিয়ায় ছয়টি ককটেল ও পাঁচটি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এর আগে বিস্ফোরণে নেকবার হোসেন (৩৫) নামে এক ব্যক্তি আহত হন।
Advertisement
রোববার (৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশাদিয়া প্রাথমিক বিদ্যালয়ের নিচে থেকে এসব উদ্ধার করা হয়।
আহত যুবক নেকবার হোসেন উপজেলার করমজা ইউনিয়নের আফড়া পশ্চিমপাড়া গ্রামের হোসেন সরদারের ছেলে। ঘটনার পর তিনি পলাতক।
বেড়া-সাঁথিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম আজান জানান, রাত ১০টার দিকে উপজেলার শশাদিয়া প্রাথমিক বিদ্যালয় এলাকায় পরপর ৩টি বিস্ফোরণের শুনতে পান স্থানীয়রা। এরপর কয়েকজন বেরিয়ে এসে বিদ্যালয়ের নিচে জর্দ্দার কৌটায় লাল টেপ মোড়ানো ছয়টি ককটেল ও পাঁচটি পেট্রোল বোমাসদৃশ বস্তু দেখতে পান। এছাড়া এগুলো বিস্ফোরণে আহত ব্যক্তির তাজা রক্তও দেখতে পান। এরপর খবর দিলে তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায় পুলিশ।
Advertisement
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, রাতেই ককটেল ও পেট্রোল বোমাসদৃশ বস্তুগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা বলছেন, আহত ব্যক্তি এ ঘটনায় আহত হয়েছেন বলে নিজেই স্থানীয়দের জানিয়েছেন। এজন্য অনেকের ধারণা, এগুলো বানাতে গিয়ে হয়তো বিস্ফোরণে তিনি আহত হন। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর থেকে তিনি লাপাত্তা। যিনি তাকে হাসপাতালে নেন তিনিও আত্মগোপনে।
আলমগীর হোসাইন/জেডএইচ/জেআইএম
Advertisement