মেডিকেল ও ডেন্টালের প্রশ্নফাঁসের মূলহোতা জসিম উদ্দিন ভূইয়া মুন্নুর স্ত্রী শারমীন আরা জেসমিনের ৩৪ দশমিক ৩৯ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
Advertisement
যার মধ্যে রয়েছে ৮১০ শতাংশ বাগানবাড়ি, তিন ও চারতলার দুটি বাড়ি, ১২ হাজার বর্গফুটের টিনশেড ও ৮ তলার বাণিজ্যিক ভবন। এছাড়া তার ছয়টি ব্যাংক হিসাবে থাকা ৫ লাখ ৮২ হাজার ২২৯ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১০ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, দুদকের পক্ষে উপপরিচালক কে এম আসাদুজ্জামান হিসাব অবরুদ্ধ ও জমি জব্দ চেয়ে আবেদন করেন। পরে বিচারক আবেদন মঞ্জুর করেন।
Advertisement
আবেদনে বলা হয়েছে, শারমীন আরা জেসমিনের স্বামী জসিম উদ্দিন ভূইয়া মুন্নুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের ২০০৪ এর ২৬ (২) ধারা ও ২৭ (১) ধারা তৎসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইনের, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় মামলা করা হয়েছে।
অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামি তার অবৈধভাবে অর্জিত স্থাবর সম্পদ বিক্রি বা হস্তান্তরের অপচেষ্টা চালাচ্ছে, যা সুষ্ঠু অনুসন্ধান ও প্রমাণের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। ফলে অভিযুক্তের স্বার্থসংশ্লিষ্ট নিম্ন বর্ণিত স্থাবর/অস্থাবর সম্পদসমূহ আদালতের মাধ্যমে জব্দ ও ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা একান্ত আবশ্যক।
২০২০ সালের ২৩ জুলাই মেডিকেল ও ডেন্টালের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চক্রের প্রধান জসিম উদ্দিন ভূইয়া ওরফে মুন্নুকে গ্রেফতার করে পুলিশ।
এমআইএন/এমকেআর/এএসএম
Advertisement