রাজধানীর মিরপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় পলাতক আসামি কুদ্দুছ মেকারকে (৪৭) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
Advertisement
সোমবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) খান আসিফ তপু।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ভুক্তভোগী শিশুটি তার মায়ের সঙ্গে মিরপুর মডেল থানাধীন শাহআলী বাগ এলাকার ভাড়া বাসায় থাকতো। গত বছরের ২৩ ডিসেম্বর শিশুটি বাসায় একা ছিল। এমন সময় লুকিয়ে ওই বাসায় ঢুকে গ্রেফতার কুদ্দুস মেকার শিশুটিকে ধর্ষণ করে। পরবর্তী সময়ে হুমকি ও ভয় দেখিয়ে শিশুটিকে দ্বিতীয়বার ধর্ষণ করে কুদ্দুস মেকার।
আরও পড়ুন চোখের পাতা খুলেছে ধর্ষণের শিকার সেই শিশুটি গুলশানে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত সজল গ্রেফতারঘটনা জানাজানি হলে ভুক্তভোগী শিশুটির খালা বাদী হয়ে কুদ্দুস মেকার ও তার স্ত্রীর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
Advertisement
এএসপি খান আসিফ তপু আরও বলেন, র্যাব-২ এ ঘটনায় আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে শেরেবাংলা নগর এলাকায় অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
টিটি/এমকেআর/এএসএম