জাতীয়

‘শোভন কর্মসংস্থান করতে গেলে নিম্নতম মজুরি বাস্তবায়ন জরুরি’

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেছেন, শোভন কর্মসংস্থান করতে গেলে নিম্নতম মজুরি বাস্তবায়ন করা জরুরি।

Advertisement

সোমবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ আয়োজিত ‘জাতীয় এসডিজি রিপোর্ট (ভিএনআর) ২০২৫: যুবসমাজের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে তিনি এই কথা বলেন।

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক এবং সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির রিসার্চ অ্যাসোসিয়েট সওরোজা তালুকদার।

প্রথমবারের মতো আয়োজিত এই সভায় তরুণরা সরাসরি তাদের মতামত দিতে পেরেছেন, যা তৃতীয় ভিএনআর প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে। তারা শিক্ষা, কর্মসংস্থান, বাকস্বাধীনতা এবং জলবায়ু এই চারটি বিষয়ের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং সুপারিশে তাদের মতামত দেন।

Advertisement

মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের দেশে ভালো শিক্ষাব্যবস্থা করতে গেলে যে বিভিন্নমুখী শিক্ষাব্যবস্থা আছে তার সমন্বয় প্রয়োজন।

ভিএনআর সম্পর্কে তিনি বলেন, এটা হচ্ছে একটা প্রোডাক্ট। আর আজকে আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে প্রসেস। প্রোডাক্ট ভাল হয় যখন প্রসেসটা ভাল হয়। এখানে চারটি অগ্রাধিকার সমস্যা নিয়ে আমরা কথা বলেছি। প্রত্যেকটির ভেতরে আরও অগ্রাধিকার ইস্যু আছে। এর মধ্যেও অনেক টানাপোড়েন আছে। আমরা কীভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব সেটাই বড় কথা। সেটা যদি ভালভাবে করতে পারি তাহলে প্রতিবেদন (ভিএনআর) ভালোভাবে হবে। প্রতিবেদন ভালো হলো কিন্তু কাজের কাজ হলো না- যা অতীতে হয়েছে। তাহলে কিন্তু অগ্রগতি হবে না। একটি নতুন জাতীয় পটভূমিতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অগ্রগতি মূল্যায়নের প্রেক্ষাপটে বাংলাদেশ তার তৃতীয় স্বপ্রণোদিত জাতীয় পর্যালোচনা (ভিএনআর) তৈরি করতে প্রস্তুত।

সিপিডির এই ফেলো বলেন, সরকারের ভিএনআর প্রস্তুতি প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশে এসডিজি বিতরণের বৃহত্তর মালিকানা নিশ্চিতের জন্য বিভিন্ন অংশীজনের সঙ্গে একটি ধারাবাহিক পরামর্শের আয়োজন করা হবে। এই পরামর্শগুলি থেকে প্রাপ্ত সংযোজনগুলো ভিএনআর-এ প্রতিফলিত হবে।

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (এসডিজি বিষয়ক) শিহাব কাদের, ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক প্রমুখ।

Advertisement

এসআরএস/এএমএ