খেলাধুলা

পরিসংখ্যানের দিকে তাকান, পাকিস্তানের ‘ভয়ে’ পালিয়েছিলেন

ভারতীয় ক্রিকেটে এখন জয়জয়কার। ১১ বছরের শিরোপাখরা কাটিয়ে ২০২৪ সালে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। এবার জিতলো ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিও।

Advertisement

উল্টো চিত্র পাকিস্তানের ক্রিকেটে। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপপর্বই পার হতে পারেনি মোহাম্মদ রিজওয়ানের দল। তারা নাকাল হয়েছে ভারতের কাছেও।

যেহেতু চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। ভারতের সুদিনে পাকিস্তানের কষ্ট লাগারই কথা! এর মধ্যে আবার আগুনে ঘি ঢেলেছেন ভারতের সাবেক অধিনায়ক সুনিল গাভাস্কার।

ভারত-পাকিস্তান দ্বৈরথ এখন আর জমছে না, সেই কথা বলতে গিয়ে ভারতীয় কিংবদন্তি বলে উঠেন, ‘আমার মনে হয় ভারতের ‘বি’ দলও পাকিস্তানকে কঠিন চ্যালেঞ্জ জানাবে। ‘সি’ দলের কথা আমি বলতে পারব না। তবে পাকিস্তানের বর্তমান এই দলটির জন্য ভারতের ‘বি’ দলকে হারানোও কঠিন হবে। ওদের ক্রিকেটের এখন এতটাই খারাপ হাল।’

Advertisement

স্বাভাবিকভাবেই এমন সমালোচনা মেনে নিতে পারেনি পাকিস্তানিরা। পাকিস্তানের কিংবদন্তি ইনজামাম উল হক এবার একহাত নিয়েছেন গাভাস্কারকে।

পাকিস্তানের এক সংবাদভিত্তিক টিভি চ্যানেলকে ইনজামাম বলেন, ‘তাকে (গাভাস্কারকে) কেউ পরিসংখ্যান দেখতে বলুন। তাহলেই তিনি জানতে পারবেন পাকিস্তানের অবস্থান কোথায়। তার মতো একজন এমন মন্তব্য করায় আমি খুব দুঃখ পেয়েছি। তিনি অনেক বড় মাপের ও সম্মানীয় ক্রিকেটার। কিন্তু এ ধরনের কথাবার্তা বলে তিনি নিজের লিগ্যাসিকে অবমূল্যায়ন করছেন। তার মুখে সামলে কথা বলা উচিত।’

আশি-নব্বইয়ের দশকে পাকিস্তানের কাছে নিয়মিত হারতো ভারত, উল্লেখ করে ইনজামাম বলেন, ‘চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত জিতেছে, তারা সত্যিই খুব ভালো খেলেছে। কিন্তু মিস্টার গাভাস্কারের পরিসংখ্যানের দিকে তাকানো উচিত। পাকিস্তানের বিপক্ষে খেলা থেকে বাঁচতে একবার তিনি শারজাহ থেকে পালিয়েছিলেন। তিনি বয়সে আমাদের চেয়ে বড়। তাই আমরা তাকে শ্রদ্ধা করি। কিন্তু অন্য দেশ সম্পর্কে এ ধরনের মন্তব্য করা উচিত নয়। আপনার দল নিয়ে যত খুশি প্রশংসা করুন। অবশ্যই সেই অধিকার আপনার আছে। কিন্তু অন্য দল নিয়ে এ ধরনের মন্তব্য কুরুচিপূর্ণ।’

এমএমআর/জেআইএম

Advertisement