মুক্তির দিন থেকেই বক্স অফিস কাঁপাচ্ছে রাশমিকা মান্দানা ও ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ সিনেমাটি। জানা গেছে, এরই মধ্যে ৫০০ কোটির ক্লাব অতিক্রম করেছে ‘ছাবা’। ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন নিয়ে নির্মিত সিনেমাটি শুরু থেকেই আলোড়ন সৃষ্টি করেছে। ২৩তম দিনে এসে নতুন করে যেন সাফল্যের দেখা পেয়েছে।
Advertisement
গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সিনেমাটি। তারপর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে ‘ছাবা’। ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনী নির্ভর এ সিনেমা নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল। তবে এর প্রভাব পড়েনি ব্যবসার খাতায়।
‘ছাবা’ ২৩তম দিনে আয় করেছে ১৬.৫ কোটি রুপি। এতেই সিনেমাটি পেরিয়ে গেল ৫০০ কোটির ঘর। সব মিলিয়ে এখন পর্যন্ত ‘ছাবা’ আয় করেছে ৫০৮.৮ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৭০৯ কোটি টাকারও বেশি। এর মধ্যে প্রথম সপ্তাহেই সিনেমাটি আয় করেছে ২১৯.২৫ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে তা ছিল ১৮০.২৫ কোটি রুপি। তৃতীয় সপ্তাহে তা কমে হয় ৮৪.০৫ কোটি রুপি। সব মিলিয়ে সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহের কমতি নেই।
আরও পড়ুন ভিকির ‘ছাবা’ সিনেমা নিয়ে স্বরার তীব্র কটাক্ষ ভিকি-রাশমিকার ‘ছাবা’ ২ দিনে কত আয় করেছেনির্মাতা লক্ষ্মণ উতেকার ও অভিনেতা ভিকি কৌশলের জীবনে সবচেয়ে বেশি আয় করা সিনেমা এখন পর্যন্ত ‘ছাবা’। সিনেমাটি বেশ কিছু রেকর্ড ভাঙতে যাচ্ছে। হিসাব থেকে জানা যাচ্ছে, ‘ছাবা’ সালমান খানের ‘সুলতান’ সিনেমার রেকর্ড ভেঙে দেবে। ‘সুলতান’ সিনেমার বক্স অফিস সংগ্রহ ছিল ৬১৪ কোটি রুপি। এরই মধ্যে আমির খানের অন্যতম সফল সিনেমা ‘দঙ্গল’র রেকর্ড ভেঙে এগিয়ে যাচ্ছে ‘ছাবা’। ‘দঙ্গল’ সিনেমার বক্স অফিস সংগ্রহ ছিল ৪১২.২৮ কোটি রুপি।
Advertisement
এমএমএফ/জিকেএস