বিনোদন

পরিবেশ নিয়ে খুশি নন খোদ শিল্পীসংঘের সভাপতি

শুটিংয়ের পরিবেশ নিয়ে খুশি নন খোদ অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। বিশেষ করে নারীশিল্পীদের জন্য যে ধরনের ব্যবস্থা রাখা দরকার, নানান কারণে বেশিরভাগ ক্ষেত্রে তা রাখা যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি। এ নিয়ে নতুন করে তৎপরতার কথাও বলেন এই অভিনেতা।

Advertisement

নারী দিবসে নারীশিল্পীদের সুযোগ-সুবিধা নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেন আহসান হাবিব নাসিম। তিনি বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে নানান জটিলতা আছে। মেয়েদের কাজের পরিবেশ নিয়ে আমরা খুশি নই। অনেকবার চেষ্টা করেছি, কিন্তু এখনো সেসব সংকট নিরসন হয়নি। শুটিংয়ে, বিশেষ করে আউটডোর শুটিংয়ের ইনফ্রাকস্ট্রাকচার জিরো। সে রকম একটা জায়গায় কীভাবে একটা মেয়ে শুটিংয়ে অংশ নেবে, সে ব্যাপারে আমাদের শুটিং ইউনিট, নির্মাতা ও প্রযোজকদের কোনো মাথাব্যাথা নেই।’

নারীশিল্পীদের নানান অসুবিধা নিয়ে কথা বলতে গিয়ে নাসিম বলেন, ‘নারীশিল্পীরা অসহায়। আউটডোরে স্বাস্থ্যসম্মত টয়লেট নেই। দেখা যায়, অস্বাস্থ্যকর টয়লেটে যাবে না বলে সারাদিন তারা পানি খায় না। এভাবে দিনের পর দিন শুটিং করছে, একসময় তাদের ইউরিন ইনফেকশন দেখা দেয়। এটা নারী শিল্পীদের কমন সমস্যা।’নারীশিল্পীরা অনেক সময় পরিবহন সুবিধা পান না। নাসিম বলেন, ‘রাতে ট্রান্সপোর্ট সুবিধা না পেলেও একটা ছেলে যত সহজে বাড়ি ফিরতে পারে, মেয়েদের জন্য সেটা কিন্তু একটু কষ্টকর হয়ে যায়। মেয়েদের ক্ষেত্রে এ রকম নানা রকম অসুবিধা আছে। মেয়েদের নিয়ে আমাদের আরও কেয়ারফুল হওয়া জরুরি।’

বদিউজ্জামানের লেখা ও মাহবুবুল আলমের পরিচালনায় কস্তুরী মৃগসম নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন আহসান হাবিব নাসিম। এরপর পেছনে ফিরে তাকাননি। দক্ষ অভিনয়শৈলী দিয়ে দীর্ঘজীবনের অভিনয় জগতে তিনি দর্শকদের উপহার দিয়েছেন ভালোমানের একাধিক নাটক ও টেলিছবি।

Advertisement

তবে বিটিভিতে প্রচারিত ‘নায়িকার নামে নাম’ নাটকটির মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেন আহসান হাবিব নাসিম। নাটক, টেলিফিল্মের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন এই গুণী শিল্পী। তার সবশেষ ছবিগুলোর মধ্যে রয়েছে রায়হান রাফির পরিচালনায় ‘দামাল’, অমিতাভ রেজার ‘মুন্সীগিরি’ এবং সাইদুল ইসলাম রানার পরিচালনায় ‘বীরত্ব’ নামের সিনেমাগুলো।

আরও পড়ুন: মনে হয়নি এলাকার কোনো বড়ভাই আমার দিকে তাকাবেন: ন্যান্সি ফেসভ্যালু নয়, আর্টভ্যালুকে গুরুত্ব দেওয়া উচিত নারীশিল্পীদের পারিশ্রমিক কম, একে আমি বৈষম্য হিসেবে দেখি না

এমআই/আরএমডি/এএসএম