বিনোদন

টিভিতে মুক্তি পাচ্ছে বলিউডের নায়িকার সঙ্গে শাকিবের সিনেমা

ঢালিউডের সুপারস্টার শাকিব খান প্রথমবারের মতো বলিউডের কোনো নায়িকার সঙ্গে কাজ করেছেন ‘দরদ’ সিনেমায়। এতে তার নায়িকা হিসেবে আছেন সোনাল চৌহান। অনন্য মামুন পরিচালিত সিনেমাটি যতোটা সাফল্য পাওয়ার কথা ছিল সে অনুযায়ী সাড়া মেলেনি।

Advertisement

বড় পর্দার পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল ‘দরদ’। সেখানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের দর্শক ছবিটি দেখে ভালো রিভিউ দিয়েছেন।

সেই সিনেমা এবার দেখা যাবে টেলিভিশনে। আসছে রোজা ঈদে টিভিতে প্রিমিয়ার হতে যাচ্ছে ‘দরদ’। এ খবর নিশ্চিত করেছেন পরিচালক মামুন।

আরও পড়ুন :সেই ধর্ষণের বিচার চাইলেন শাকিব খান ‘মধ্যরাতে সাদা পোশাকে যাদের নিয়ে যায় ধরে...’, আমলনামায় কার গল্প

তিনি জানান, প্রতি ঈদেই বাংলাদেশের সিনেমার টিভি প্রিমিয়ারের আয়োজন করে চ্যানেল আই। এবারও বেশ কয়েকটি সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারের আয়োজন করেছে চ্যানেলটি। সে তালিকায় ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে ‘দরদ’।

Advertisement

অনন্য মামুন পরিচালিত সাইকো থ্রিলার গল্পের ‘দরদ’ ছবিতে দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় শাকিব-সোনাল জুটির সঙ্গে আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, সাফা মারওয়া, ইমতু রাতিশ প্রমুখ।

এমআই/এলআইএ/জেআইএম