লাইফস্টাইল

দক্ষিণি সাজে স্টাইলিশ কেয়া

সাবলীল অভিনয় আর মিষ্টি হাসিতে সবাইকে মুগ্ধ করতে দক্ষ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। শুধু অভিনয় নয়, নিজের দুর্দান্ত ফ্যাশনসেন্সের জন্যও বেশ পরিচিত এই অভিনেত্রী। সম্প্রতি অবকাশ যাপনের জন্য ব্যাংককে গিয়েছিলেন তিনি। সেখানেই ধরা দিয়েছেন ভিন্ন সাজে।

Advertisement

ব্যাংককের এক বিখ্যাত ও ঐতিহ্যবাহী স্থাপনার সামনে দক্ষিণি সাজপোশাকে ক্যামেরাবন্দী হয়েছিলেন কেয়া। সেই ছবি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।

ছবিতে দেখা গেছে, দক্ষিণি ড্রেপে পাউডার ব্লু কাতান শাড়ি পরেছেন কেয়া। শাড়িটিতে রয়েছে রূপালি বুননের কারুকাজ। অভিনেত্রী শাড়িটি পরেছেন ঐতিহ্যবাহী সাউথ স্টাইলে। কোমরে লাগিয়েছেন রূপালি বেল্ট। যার ফলে দারুণ সিলুয়েট এসেছে শাড়ির লুকটিতে।

অভিনেত্রীর শাড়িটিতে দেবসেনা ড্রেপের আমেজের পাশাপাশি রয়েছে ফিউশন লুক। একেবারেই সিম্পল সাজের সঙ্গে তিনি মাথায় পরেছেন ফ্লোরাল হেডব্যান্ড আর হাতে চুড়ি। শুধু তাই নয়, তার চুলে গোঁজা সাদা ফুলের গাজরা দিচ্ছে দক্ষিণি ভাইব।

Advertisement

কানে রূপালি দুল, নেকপিস আর বিছার মতো চেনে অপরূপ লাগছে তাকে। সব মিলিয়ে অভিনেত্রীর এই অন্যরকম সাজ তার ভক্ত-অনুরাগীরা খুব পছন্দ করেছেন। তার পোস্টে ভালোবাসা জানাতে ভুলেননি তারা।

জেএস/জেআইএম