পান্থপথের বসুন্ধরা সিটিতে বড় পরিসরে যাত্রা শুরু করলো কাপড়ের ব্র্যান্ড টুয়েলভ। ফ্যাশন সচেতন ক্রেতাদের জন্য নানা অফারে এবারের ঈদের কালেকশন নিয়ে নিজেদের ফ্যাশন ট্রেন্ড জানান দিচ্ছে দেশের অন্যতম সেরা ক্লদিং ব্র্যান্ডটি।
Advertisement
আজ (১০ মার্চ) সোমবার দুপুরে রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে উদ্বোধন করা হয় টুয়েলভের নতুন এই শোরুম। শপিং মলের লেভেল ৫-এ আউটলেটটি উদ্বোধনের পরপরই সেটি ক্রেতা-দর্শনার্থীতে ভরে ওঠে।
এবারের পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে দারুণ সব কালেকশন নিয়ে এসেছে টুয়েলভ। দেশিয় ঐতিহ্যবাহী ও ওয়েস্টার্ন দুরকম ফ্যাশনেবল, ট্রেন্ডি ও মানানসই সব পোষাক বাজারে নিয়ে এসেছে তারা। সঙ্গে রয়েছে শিশুদের পোষাকও। ক্রেতার ক্রয়ক্ষমতা এবং সাচ্ছন্দের বিষয়টিও মাথায় রেখেছে টুয়েলভ ক্লদিং।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল নাকিব, টুয়েলভের পরিচালক ও সিওও মো. মতিউর রহমানসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা।
Advertisement
নতুন করে উদ্বোধনের প্রথম দিন থেকেই ক্রেতাদের জন্য দারুণ সব অফার রেখেছে টুয়েলভ কর্তৃপক্ষ। নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় টগি ওয়ার্ল্ডের ফ্রি টিকিট, টুয়েলভের গিফট ভাউচার, ক্রেতাদের জন্য গিফট হ্যাম্পারসহ নানা আয়োজনে বসুন্ধরা সিটিতে নতুন আউটলেটের উদ্বোধনী পর্ব সাজিয়েছিল টুয়েলভ।
উল্লেখ্য, বসুন্ধরা সিটি শপিং মলের নিচতলা ও দোতলায় বেশ আগে থেকেই দুটি বিক্রয়কেন্দ্র ছিল টুয়েলভের। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে আরও বড় পরিসরের নতুন বিক্রয়কেন্দ্র খুললেন উদ্যোক্তারা।
আইএইচও/আরএমডি
Advertisement