টস জয় ম্যাচ জয়ের অর্ধেক। ক্রিকেটে এমন কথা খুব প্রচলিত। কিন্তু টস হারই যখন সৌভাগ্য বয়ে আনে, তখন এই আপ্তবাক্য আর খাটে না। অন্তত ভারতের ক্ষেত্রে। কারণ, টস হার যেন এখন তাদের জন্য একটা আশীর্বাদ।
Advertisement
ওয়ানডে ক্রিকেটে টানা ১৫ ম্যাচ টস জেতেনি ভারতের অধিনায়করা। কিন্তু ঠিকই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরাপা জিতে নিয়েছে তারা। অন্যান্য সিরিজগুলোতেও সমান দাপট দেখিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেটাররা।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালসহ টানা মোট ১৫ ম্যাচে টস হারলো ভারত। এই ১৫ ম্যাচের মধ্যে ১০টিতেই জয় পেয়েছে ভারত। হেরেছে চারটিতে।
ওয়ানডে ক্রিকেটে আর কোনো দল এতম্যাচ টানা টস হারেনি। ভারতই এ ক্ষেত্রে শীর্ষে। নেদারল্যান্ডস রয়েছে দ্বিতীয় স্থানে। তারা ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা ১১ ম্যাচ টস জেতেনি।
Advertisement
ভারত অধিনায়ক রোহিত শর্মাও টস হারার রেকর্ডে ভাগ বসিয়েছেন। অধিনায়ক হিসেবে টানা ১২ ম্যাচ টস হারলেন তিনি। ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালে সর্বশেষ তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতেছিলেন। এর আগে ১৯৯৮ থেকে ১৯৯৯ সালে অধিনায়ক হিসেবে টানা ১২ ম্যাচ টস হেরেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা।
এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট ৫ বার ক্যাচ ড্রপ হয়েছে নিউজিল্যান্ড ব্যাটার রাচিন রাবিন্দ্রার। এর মধ্যে ফাইনালেই ভারতের ফিল্ডাররা দুটি ক্যাচ ড্রপ করেছিলো। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ ক্যাচ মিস হয়েছে তার। ফাইনালেই ভারতের ব্যাটাররা মোট ৪টি ক্যাচ ফেলে দিয়েছিলো।
আইএইচএস/
Advertisement