সুন্দরী মেয়েরা যখন কবিতা পড়ে
Advertisement
সুন্দরী মেয়েরা যখন কবিতা পড়ে,কবিরা তখন তাদের হৃদয়ে হারায়।তাদের প্রেম হয়, ভালোবাসে, তবু থাকে না হঠাৎ বেদনা গোপনে চুরি করে আসে,কবিরা সেই বিরহে থেমে যায়।
তবে কী কবিরা কবিতা লেখেকেবল বেদনার জন্য?অথবা সুন্দরী মেয়েদের হৃদয়েঅপরিসীম এক অতৃপ্তি খোঁজে?
****
Advertisement
সে কে?
আমার ভালোবাসা এখনআমার চোখের কোণে বাস করেতুমি ছাড়া কেউ তাকে দেখবে নাসে কে? বলো না, কাউকে বলো না।
আমার দুটি চোখে এক চিত্রএকটাই দৃষ্টি, একটাই বোধতুমি তাকালে যে সেখানে,সে কে? বলো না, বলো না।
আমার চোখে তাকাও তুমি যদি তারে খুঁজে পাওতবে তুমি আর কাউকে বলো না,সে শুধু আমার, জানো কি?সে কে? বলো না, বলো না।
Advertisement
এসইউ/জিকেএস