শিক্ষা

অন-ক্যাম্পাস ভর্তির আবেদন শুরু বৃহস্পতিবার, ফি ১০০০ টাকা

অন-ক্যাম্পাস ভর্তির আবেদন শুরু বৃহস্পতিবার, ফি ১০০০ টাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী—বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪টা থেকে আবেদন শুরু হবে। অনলাইনে এ আবেদনপ্রক্রিয়া চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

Advertisement

বুধবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনপ্রক্রিয়া শেষে আগামী ৫ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত চার বছর মেয়াদি অন-ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির লক্ষ্যে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে প্রার্থীদের ২৬ জুন বিকেল ৪টা থেকে ৩১ জুলাই রাত ১২টার মধ্যে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে।

Advertisement

আবেদন ফি বাবদ এক হাজার টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে (মধ্যপথ) অথবা পে-স্লিপের মাধ্যমে জমা দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। পরে আবেদন ফরমের প্রিন্ট কপি ৭ আগস্টের মধ্যে অনলাইন থেকে সংগ্রহ করতে হবে।

এএএইচ/ইএ