বরগুনার ৯ ওয়ার্ডের ৫টি ওয়ার্ডই ডেঙ্গুর উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা। সদর উপজেলায় লার্ভার ঘনত্ব মিলেছে স্বাভাবিকের অন্তত সাড়ে ৮ গুণ বেশি। প্রভাব বিস্তার করছে ডেঙ্গুর ডেন-৩ ও ডেন-২ ধরণ। চিকুনগুনিয়া বা অন্য কোনো ভেরিয়েন্ট নেই। ডেঙ্গুর প্রজনন উৎসের বেশিরভাগ প্লাস্টিকের ড্রাম, প্লাস্টিক বালতি, সিমেন্টের পাত্র, ফুলের টব ও ট্রে, প্ল্যাস্টিকের মগ ও বদনা, প্লাস্টিকের বোতল থেকে।
Advertisement
গত ১৬ জুন থেকে ২২ জুন আইইডিসিআর এর গবেষণা টিমের বরগুনায় ডেঙ্গু প্রাদুর্ভাবে নিয়ে করা গবেষণা এমন তথ্য উঠে এসেছে।
বুধবার (২৫ জুন) আইডিসিআর অডিটোরিয়ামে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন এসব প্রতিবেদন তুলে ধরেন। এ সময় সংস্থাটির প্রিন্সিপাল বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. রত্না দাস ও ডা. আহমেদ নওশের আলম উপস্থিত ছিলেন।
অধ্যাপক ডা. তাহমিনা শিরিন বলেন, বরগুনোর ৯ ওয়ার্ডের মধ্যে লার্ভার ঘনত্ব স্বাভাবিকের চেয়ে বেশি পাওয়া গেছে ৫টি ওয়ার্ডে। এর মধ্যে উচ্চ ঝুঁকিতে ৭ এবং ৯ নং ওয়ার্ড। পাশাপাশি ২, ৬ এবং ৮ নং ওয়ার্ডেও স্বাভাবিকের তুলনায় বেশি লার্ভার ঘনত্ব পাওয়া গেছে। ডেঙ্গুর তিনটি ধরনের মধ্যে ডেন-৩ সবচেয়ে বেশি- ৪৬.৫ শতাংশ, এবং ডেন-২ ৩৯.৫ শতাংশ এবং ডেন:২+৩ পাওয়া গেছে ১৪ শতাংশ।
Advertisement
তিনি বলেন, গত ১৬ জুন থেকে ২২ জুন আইইডিসিআর’র ৭ জনের একটি গবেষক টিম বরগুনায় গিয়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ে কাজ করেন। ১৮৪ পরিবার/বাড়ি নিয়ে তারা কাজ করেন। শুধু সরকারি হিসাবে আসা কেস নিয়ে তারা কাজ করেছেন। কমিউনিটি বা বেসরকারি হাসপাতালের তথ্য এর মধ্যে আসেনি। তাদের তথ্যে অনুযায়ী, বরগুনা পৌর এলাকার ১৩৮টি পরিবারের মধ্যে ৬৫ জন আক্রান্ত পাওয়া গেছে এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৪৬ পরিবারে মধ্যে ৭৫জন আক্রান্ত পাওয়া গেছে।
অধ্যাপক ডা. তাহমিনা শিরিন বলেন, এবার ডেঙ্গুর ডেন-৩, ডেন-২ এবং ডেন-২+৩ পাওয়া গেছে। কিন্তু চিকুনগুনিয়া বা অন্য কোনো ভেরিয়েন্ট নেই।
গবেষক টিমের নেতৃত্ব দেওয়া আইইডিসিআর’র প্রিন্সিপাল বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. রত্না দাস বলেন, উপকূলীয় এলাকাটিতে সুপেয় পানির অভাব। বৃষ্টির পানি জমি রাখেন তারা। এতে ঢাকনাও দেন না। শুধু পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখেন। পুরোনো পানি পরিবর্তন বা ফেলে দেন না। ব্যবহার শেষ হওয়ার আগেই এতে নতুন পানি যুক্ত করেন, তাতে পুরোনো পানি থেকেই যায়। এতেই মূলত মশা ডিম পাড়ে। প্রজনন বাড়ে।
এত বেশি আক্রান্ত হওয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, যে আক্রান্ত হয়েছে তাকে মশারির মধ্যে রাখা যায় না, বেরিয়ে যায়। বিশেষ করে বাচ্চারা খেলতে বেরিয়ে পড়ে। পাশাপাশি ঈদের মৌসুম হওয়ায় মানুষের যাতায়াত বেশি হওয়ায় ছড়িয়েছেও বেশি। ডেঙ্গু সঙ্গে নিয়ে আসছে, বা সঙ্গে নিয়ে যাচ্ছে।
Advertisement
স্থানীয় সরকারের কাজ নিয়ে প্রশ্ন তুললে এই বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, স্থানীয় সরকারের জনবল অভাব আছে। তবে ওনারা কাজ করছেন। আমাদের টিমকেও যথেষ্ট সহায়তা করেছেন।
আইইডিসিআর’র এই গবেষক দলের তথ্য বলছে, এডিস অ্যালবোপিক্টাস ৫৮ শতাংশ এবং এডিস এজিপ্টাই ৪২ শতাংশ রয়েছে সেখানে। এগুলোর প্রজনন উৎস হচ্ছে, প্লাস্টিকের ড্রাম, প্লাস্টিকের বালতি, সিমেন্টের পাত্র, ফুলের টব ও ট্রে, প্ল্যাস্টিকের মগ, পাত্র ও বদনা, প্লাস্টিকের বোতল এবং অন্যান্য। ডেঙ্গু আক্রান্ত বেশি স্বতন্ত্র পরিবার বা বাড়ির লোকজন; এটি ৫৬ শতাংশ। সেমিপাকা বাড়ির ৩৩ শতাংশ, বহুতল ভবনের ৯ শতাংশ এবং নির্মাণাধীন বাড়ির ২ শতাংশ লোক আক্রান্ত।
পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে বরগুনা সদর হাসপাতালে ৮ চিকিৎসক ও ২ কনসালটেন্ট কাজ করছেন। জনসচেতনতার জন্য ডেঙ্গু প্রতিরোধের উপায়, আক্রান্ত হলে করণীয় এবং স্বাস্থ্য বিভাগের নির্দেশনা সংবলিত তথ্যবহুল লিফলেট বিতরণ, ভিডিও প্রচারণা এবং মাইকিং করা হয়েছে। পৌরসভা থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। মশা ও তার ডিম ধ্বংসের জন্য ওষুধ ছিটানো হচ্ছে। পৌরসভা ও সিভিল সার্জনের অফিসের সমন্বয়ে মাঠ পর্যায়ের কর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এসইউজে/ইএ