দক্ষিণ এশীয় অঞ্চলের উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারে ঢাকায় তিনদিনের আঞ্চলিক সম্মেলন আয়োজন করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সার্কভুক্ত ৮টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠেয় এ আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি নিতে স্টিয়ারিং কমিটির প্রথম সভা বুধবার (২৫ জুন) অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
ইউজিসি কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। তিনি বলেন, এ সম্মেলন ইউজিসির একক আয়োজন নয়, এটি জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ আয়োজন। দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ এবং শিক্ষায় উত্তম চর্চা বিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষায় নতুন গতি সঞ্চার করবে এ সম্মেলন।
তিনি আরও বলেন, সার্কভুক্ত দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। অভিজ্ঞতা, গবেষণা এবং উদ্ভাবনী চিন্তাভাবনার বিনিময়ে আঞ্চলিকভাবে উচ্চশিক্ষার একটি শক্তিশালী ভিত্তি গড়ে উঠবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান এবং অধ্যাপক ড. মো. সাইদুর রহমানকে যথাক্রমে আয়োজক কমিটি ও টেকনিক্যাল কমিটির আহ্বায়ক করা হয়। এ দুটি কমিটিতে ইউজিসির সদস্যসহ শিক্ষা, পররাষ্ট্র ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
Advertisement
সভায় ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউজিসি সচিব ড. ফখরুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব মো. সাইদুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক লোকমান হোসেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান, হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন অ্যাডভাইজার ড. মো. মাহমুদ-উল-হক প্রমুখ অংশ নেন।
সভায় সম্মেলনের বিষয়বস্তু নির্ধারণ, অতিথি নির্বাচন, অনুষ্ঠানস্থল চূড়ান্তকরণ, সাংস্কৃতিক আয়োজন এবং ঢাকা ঘোষণাপত্র প্রণয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
ডিসেম্বরে হবে তিনদিনের সম্মেলনচলতি বছরের ডিসেম্বরে ঢাকায় তিনদিনের এ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানো হবে।
সম্মেলনে সার্কভুক্ত আটটি দেশের ইউজিসি প্রতিনিধিদের পাশাপাশি আফ্রিকা ও এশিয়ার কয়েকটি দেশের অংশগ্রহণকারী, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্য, শিক্ষাবিদ ও গবেষকদের আমন্ত্রণ জানানো হবে।
Advertisement
সম্মেলনের লক্ষ্য হলো দক্ষিণ এশীয় ইউজিসিগুলোর মধ্যে নেটওয়ার্ক গড়ে তোলা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্ভাবন, গবেষণা ও শিক্ষার মানোন্নয়নে যৌথ পরিকল্পনা প্রণয়ন এবং উচ্চশিক্ষা ব্যবস্থায় আঞ্চলিক সহযোগিতার কাঠামো তৈরি করা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সম্মেলনটি ইউজিসি বাস্তবায়নাধীন ও বিশ্ব ব্যাংক অর্থায়িত ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হবে।
এএএইচ/ইএ