দেশজুড়ে

প্রবেশপত্র না পাওয়ায় দুই শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা অনিশ্চিত

প্রবেশপত্র না পাওয়ায় দুই শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা অনিশ্চিত

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৬ জুন)। কিন্তু পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না আসায় গাজীপুরে দুই শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে।

Advertisement

প্রবেশপত্র না পাওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বুধবার (২৫ জুন) রাত ৯টা পর্যন্ত মহানগরীর চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষে অবস্থান করেন।

জানা গেছে, চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১৭৪ জন শিক্ষার্থী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য অনলাইনে ফরম পূরণ করেন। গত ১৫ জুন ১৭২ জনের প্রবেশপত্র প্রতিষ্ঠানে পৌঁছালেও বিজ্ঞান বিভাগের মো. হাসানুজ্জামান ও বাণিজ্য বিভাগের ইকবাল হোসেন রিজভীর প্রবেশপত্র আসেনি।

বিষয়টি জানার পর শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করেন। তিনি শিক্ষা বোর্ডের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন।

Advertisement

কিন্তু বুধবার বিকেল পর্যন্ত প্রবেশপত্র না পাওয়ায় শিক্ষার্থী ও তাদের অভিবাভকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। প্রবেশপত্রের দাবিতে তাদের রাত ৯টা পর্যন্ত অধ্যক্ষের অফিসে অবস্থান করতে দেখা গেছে।

শিক্ষার্থী ইকবাল হোসেন রিজভীর বলেন, নির্বাচনী পরীক্ষা দিয়ে, ফি জমা দিয়ে ফরম ফিলাপ করেছি। দিনরাত লেখাপড়া করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি। সহপাঠীরা যখন লেখাপড়ার জন্য টেবিলে, তখন আমরা প্রবেশপত্রের জন্য কলেজে অবস্থান করছি। পরীক্ষা দিতে না পারলে আমার স্বপ্ন শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

হাসানুজ্জামানের মামা ইউসুফ ইসলাম মারুফ বলেন, আমরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছি। বোর্ডেও যোগাযোগ করেছি। বোর্ড থেকে জানানো হয়েছে ফরমপূরণ হয়ে থাকলে তাতে কোনো ত্রুটি থাকলেও সংশোধন করে ওই দুই শিক্ষার্থীর প্রবেশপত্র ইস্যু করা হবে। আর ফরমপূরণ না হয়ে থাকলে কিছুই করার নেই।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের ভুলের কারণে ওই সমস্যার সৃষ্টি হয়েছে। ফি জামা হলেও দুই শিক্ষার্থীর অনলাইন ফরমপূরণ বোর্ডে খুঁজে পাওয়া যায়নি। বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

Advertisement

মো. আমিনুল ইসলাম/ইএ