স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার এমপিওভুক্তির দাবিতে টানা আন্দোলনে নামেন শিক্ষকরা। তাদের দাবির মুখে সরকার ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ করার ঘোষণা দেয়। সে ঘোষণা অনুযায়ী—স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা প্রকাশ করেছে সরকার। এ নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠানগুলোতে জনবল নিয়োগসহ সব কার্যক্রম করা হবে।
Advertisement
বুধবার (২৫ জুন) সন্ধ্যায় এ নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। এতে সই করেছেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।
নীতিমালায় স্বীকৃতি পাওয়ার জন্য এলাকাভেদে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় শিক্ষার্থী সংখ্যা, পরীক্ষায় অংশগ্রহণ ও বার্ষিক পরীক্ষায় প্রতি শ্রেণিতে ন্যূনতম শিক্ষার্থীকে পাস করার শর্তজুড়ে দেওয়া হয়েছে।
নীতিমালা অনুযায়ী—স্বীকৃতি পেতে মফস্বল এলাকার একটি ইবতেদায়ি মাদরাসায় ন্যূনতম ১০০ জন নিয়মিত শিক্ষার্থী থাকতে হবে। শহরাঞ্চল বা পৌরসভায় এলাকার মাদরাসায় ১৩০ জন এবং সিটি করপোরেশন এলাকায় অবস্থিত মাদরাসায় ১৫০ জন শিক্ষার্থী থাকা বাধ্যতামূলক।
Advertisement
বার্ষিক পরীক্ষায় প্রত্যেক শ্রেণিতে নির্ধারিত শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং পাস থাকতে হবে। নীতিমালার শর্তমতে, সিটি করপোরেশন এলাকার মাদরাসায় বার্ষিক পরীক্ষায় প্রতি শ্রেণিতে ন্যূনতম ১৮ জন, শহর বা পৌরসভা এলাকার প্রতিষ্ঠানে ১৫ জন এবং মফস্বলে ন্যূনতম ১০ জন শিক্ষার্থী থাকতে হবে।
একইভাবে সিটি করপোরেশন এলাকার মাদরাসায় বার্ষিক পরীক্ষায় প্রতি শ্রেণিতে কমপক্ষে ১২ জনকে পাস করতে হবে। আর শহর বা পৌর এলাকার প্রতিষ্ঠানে ন্যূনতম ১০ জন এবং মফস্বলের মাদরাসায় ৮ জনকে পাস করতে হবে।
শিক্ষক-কর্মচারী কতজন, বেতন কতপ্রতিটি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় পাঁচজন শিক্ষক এবং একজন কর্মচারী নিয়োগ দেওয়া হবে। শিক্ষকদের মধ্যে একজন প্রধান শিক্ষক থাকবেন। বাকি চারটি পদ সহকারী শিক্ষকের। তাদের মধ্যে একজন করে সহকারী শিক্ষক (সাধারণ), সহকারী শিক্ষক (বিজ্ঞান), সহকারী শিক্ষক (আরবি), সহকারী শিক্ষক (ক্বারী/নূরানী)। এছাড়া একজন অফিস সহায়ক থাকবেন।
সব শর্তপূরণ করে স্বীকৃতিপ্রাপ্ত হলে ইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষক দশম গ্রেডে (১৬০০০-৩৮৬৪০) বেতন-ভাতা পাবেন। সহকারী শিক্ষকরা (সাধারণ, বিজ্ঞান ও আরবি) ১৩তম গ্রেডে (১১০০০-২৬৫৯০) বেতন পাবেন। আর সহকারী শিক্ষক (ক্বারী/নূরানী) ১৬তম গ্রেড (৯৩০০-২২৪৯০) এবং অফিস সহায়ক ২০তম গ্রেড (৮২৫০-২০০১০) পাবেন।
Advertisement
এএএইচ/ইএ