খেলাধুলা

সাউদাম্পটনকে হারিয়ে শিরোপার পথে আরও এগিয়ে লিভারপুল

ইয়ুর্গেন ক্লপের বিদায়ের পর লিভারপুলের অবস্থা ধীরে ধীরে খারাপ হবে- এমন আশঙ্কাই করেছিলেন অনেকে; কিন্তু আরনে স্লট যে ভিন্ন ধাঁচে গড়া মানুষ, এরই মধ্যে সবাই টের পেতে শুরু করেছে। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ জয় করার দৌড়ে অনেক দূর এগিয়ে গেছে আরনে স্লটের শিষ্যরা।

Advertisement

শনিবার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে সাউদাম্পটনকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সঙ্গে ১৬ পয়েন্টের ব্যবধান তৈরি করলো লিভারপুল। ২৯ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭০।

দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ২৭ ম্যাচে ৫৪। আজ রাতেই ম্যানচেস্টার ইউনাইটেরে মুখোমুখি হবে আর্সেনাল। এই ম্যাচ জিতলে ব্যবধান ১৩তে নামিয়ে আনতে পারবে তারা।

সাউদাম্পটনের বিপক্ষে লিভারপুলের হয়ে জোড়া গোল করেন মোহাম্মদ সালাহ। অন্য গোলটি করেন ডারউইন নুনিয়েজ। সাউদাম্পটনের হয়ে একমাত্র গোলটি করেন উইলিয়াম স্মলবোন।

Advertisement

প্রথমে গোল হজম করে লিভারপুল। প্রথমার্ধের একেবারে অন্তিম মুহূর্তে (৪৫+১ মিনিটে) গোল করেন সাউদাম্পটনের উইলিয়াম স্মলবোন। জটলার মধ্য থেকে অ্যালিসনকে বোকা বানিয়ে লিভারপুলের জালে বল জড়ান তিনি। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির সঙ্গে ম্যাচ জয় করে আসার পর এভাবে গোল হজম করে কিছুটা বিস্মিত হয়ে যায় অলরেড দর্শকরা।

কোচ আরনে স্লট ডাগআউটে ছিলেন না। দুই ম্যাচের নিষধাজ্ঞার মধ্যে রয়েছেন তিনি। গোল হজম করার পর ক্যামেরা ঘুরে যায় তার দিকে। দেখা যায় হতাশায় মাথার পেছনে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি।

ম্যাচ শেষে মোহাম্মদ সালাহ বলেন, ‘ওই সময় আমাদের ওপর কিছুটা হলেও হতাশা ভর করেছিল। আমরা প্রথমার্ধে কিছু স্লো শুরু করেছিলাম। আমি মনে করি না যে আজ ভালো খেলেছি।’

প্রথমার্ধে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অলআউট আক্রমণে লিভারপুল। যার ফলশ্রুতিতে চার মিনিটের ব্যবধানে দুই গোল আদায় করে নেয় অলরেডরা। গোল করেন ডারউইন নুনেজ এবং মোহাম্মদ সালাহ।

Advertisement

৫১তম মিনিটে প্রথম গোল করেন নুনেজ এবং ৫৫তম মিনিটে দ্বিতীয় গোল করেন মোহাম্মদ সালাহ। যদিও গোলটি আসে পেনাল্টি থেকে। ৮৮তম মিনিটে আবারও পেনাল্টি। এবারও স্পট কিক নেন সালাহ। জড়িয়ে যায় সাউদাম্পটনের জালে। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

আইএইচএস/