দেশজুড়ে

বগুড়ায় স্কুলছাত্রকে গলা টিপে হত্যা

বগুড়ার গাবতলীতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে।

Advertisement

শনিবার (৮ মার্চ) রাতে তার মরদেহ বাড়ির পাশের পুকুর পাড় থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাবতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উঞ্চুরকী উত্তরপাড়া গ্রামের হাবিজার রহমান মোল্লার ছোট ছেলে সিফাত (১৩) স্থানীয় মসজিদে ইফতার শেষে বাড়ি থেকে বের হয়। এরপর রাত ৯টায় স্থানীয় লোকজন উঞ্চুরকী উত্তরপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন পুকুরপাড়ে সিফাতকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে গাবতলী উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, সিফাতকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় হাতের আঙ্গুলের দাগ ছিল।

Advertisement

এ বিষয়ে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, সিফাতের মৃত্যুকে গুরুত্ব দিয়ে রহস্য উদ্ঘাটনে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এমএন/এমএস