দেশজুড়ে

মাছ রেখে ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিলো মিয়ানমার নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ১৫ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ৯টার দিকে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ জেটিঘাটে জেলেরা ফেরত আসেন।

Advertisement

জানা গেছে, বুধবার (৫ মার্চ) দুপুরের দিকে সেন্টমার্টিনের দক্ষিণ দিকে বঙ্গোপসাগরে ৬টি ট্রলারে ৫৬ জেলে বাংলাদেশ জলসীমায় মাছ ধরছিলেন। এসময় জেলেরা ভুলবশত বঙ্গোপসাগরে মিয়ানমারের জলসীমানার দিকে চলে যান। পরে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা তাদের আটক করেন। আটকের ১৫ ঘণ্টা পর জেলেদের ছেড়ে দিলে সকালে তারা টেকনাফ শাহপরীর দ্বীপ জেটিঘাটে এসে পৌঁছান। তবে ট্রলারে থাকা মাছগুলো মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা রেখে দিয়েছেন।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আবদুল মান্নান বলেন, বুধবার দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণ দিকে মিয়ানমার জলসীমায় বঙ্গোপসাগর থেকে ৬ ট্রলারসহ ৫৬ জেলেকে দেশটির নৌবাহিনীর সদস্যরা আটক করে। বিষয়টি অন্যান্য জেলেরা জানালে আমরা খোঁজ-খবর নিতে থাকি। বৃহস্পতিবার সকালে তারা শাহপরীর দ্বীপ জেটিঘাটে ফেরত আসেন। মিয়ানমার নৌবাহিনী জেলেদের ১৫ ঘণ্টা আটকে রেখেছিল। ট্রলারে থাকা মাছগুলো তারা রেখে দিয়েছে বলে জেনেছি।

জাহাঙ্গীর আলম/এফএ/এএসএম

Advertisement