যেকোনো ফুটবলভক্তের বিচারেই জয়ের যোগ্য দাবিদার প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু ফরাসি লিগ ওয়ানের ক্লাবটির সেই জয় যেন ছিনিয়ে নিয়ে এসেছেন লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার।
Advertisement
গতকাল বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলার প্রথম লেগ খেলতে পিএসজির মাঠে অতিথি হয়ে যায় লিভারপুল। স্বাগতিক দলের হাজার হাজার সমর্থকের সামনে যেন সত্যিকার বাজপাখি রূপে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন অ্যালিসন। লিভারপুলের ক্রসবারের দিকে বল আসতেই যেন ছোঁ মারছেন তিনি; করে দিচ্ছেন লক্ষ্যভ্রষ্ট।
ডি-বক্সের ভেতর যেন এক দেয়াল তৈরি করে রেখেছিলেন অ্যালিসন। যে দেয়ালের সঙ্গে বাধাপ্রাপ্ত হয়ে অকাল মৃত্যু হয়েছে পিএসজির ফুটবলারদের সব চেষ্টার। যেখানে নিজ দলের খেলোয়াড়রা বল পাচ্ছেন না, আক্রমণে যেতে পারছেন না, সেখানে একাই দলের ত্রাণকর্তা হয়ে এলেন অ্যালিসন। একে একে দেন ৯টি সেভ। শেষ পর্যন্ত পিএসজিকে গোলবঞ্চিতই রাখেন ব্রাজিলিয়ান তারকা।
অ্যালিসনের বীরোচিত পারফরম্যান্সের দিনে পিএসজির বিপক্ষে ১-০ গোলে জিতেছে লিভারপুল। ৮৭ মিনিটে লিভারপুলের জয়সূচক গোলটি করেন হারভি ইলিয়ট।
Advertisement
ম্যাচের পর অ্যালিসনের কাছে জানতে চাওয়া হয়, চলতি মৌসুমে এখন পর্যন্ত এটিই সেরা পারফরম্যান্স কিনা। টিএন্ডটি স্পোর্টসের সেই প্রশ্নের উত্তরে ব্রাজিলিয়ান তারকা জানান, শুধু এ ম্যাচ কেন, এটি তার জীবনেরই সেরা ম্যাচ।
অ্যালিসন বলেন, হ্যাঁ, ‘সম্ভবত আমার জীবনের (সেরা) আমি মনে করি... ম্যানেজার আমাদের বলছিলেন যে পিএসজির বিপক্ষে খেলা কতটা কঠিন হবে, তারা খেলায় কতটা ভালো। আমাদের লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। তাই আপনি যখন প্রতিপক্ষের খেলা দেখেন, তখন বুঝতে পারবেন, তাদের গুণমান (কতটা ভালো)। কিন্তু পাশাপাশি (আমাদের গুণমানও ভালো), আমরা কঠোর পরিশ্রম করি।’
মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে কোনো ম্যাচে ক্লিন শিট রাখার সঙ্গে ৯টি সেভ দেওয়ার ঘটনা এবারই প্রথম।
রেকর্ড করার পর অ্যালিসন বলেন, ‘দলের সব প্রচেষ্টা শেষ পর্যন্ত হারভির গোলের মতোই ছিল, অবিশ্বাস্য। আমাদের জন্য একটি দুর্দান্ত গল্প, দুর্দান্ত রাত।’
Advertisement
অ্যালিসনকে বিশ্বের সেরা গোলরক্ষক বলে আখ্যায়িত করেছেন লিভারপুলের কোচ আর্নে স্লট। তিনি বলেন, ‘সে (অ্যালিসন) বিশ্বের সেরা। ম্যানেজার হিসেবে আমার কিছু ভালো খেলোয়াড় আছে, কিন্তু আমি কখনোই বিশ্বের সেরা গোলরক্ষক পাইনি এবং আমি মনে করি সেই (সেরা গোলরক্ষক)। আজ তা করে দেখিয়েছে।’
এমএইচ/