১০ দিনের চীন সফর শেষে দেশের পথে রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
Advertisement
তিনি জানান, প্রতিনিধিদলটি বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১০টায় চীনের কুনমিং শহর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে।
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপিসহ ৮টি রাজনৈতিক দলের ২১ সদস্যের একটি প্রতিনিধিদল গত ২৫ ফেব্রুয়ারি চীন সফরে যান।
আরও পড়ুন
Advertisement
জানা গেছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও তার সমমনা দলগুলোর নেতাকর্মীরা বিদেশ সফর করে কূটনৈতিক সম্পর্ক সুগভীর করার প্রচেষ্টা চালাচ্ছে।
২১ সদস্যের প্রতিনিধিদলে আছেন যারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান মো. শহিদুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজ, গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের নাহিয়ান সাজ্জাদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, রাফি সালমান রিফাত, সহ-মুখপাত্র রিয়াজ হোসেন, ইউএনবির বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান জাহাঙ্গীর ও দৈনিক আমাদের সময়ের আরিফুজ্জামান মামুন।
কেএইচ/এমকেআর/জেআইএম
Advertisement