স্বাস্থ্য

অনলাইনে মিলছে বিএসএমএমইউ বহির্বিভাগের অ্যাপয়েন্টমেন্ট

অনলাইনে পাওয়া যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বহির্বিভাগের অ্যাপয়েন্টমেন্ট। তিনদিন আগেই যে কেউ এই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।

Advertisement

নিচে বর্ণিত নির্দেশাবলী অনুসরণ করে অ্যাপয়েন্টমেন্টিনিতে পারবেন চিকিৎসাাপ্রার্থীরা-

১. বহির্বিভাগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় রোগীর নিজস্ব মোবাইল নম্বর কিংবা রোগীর সঙ্গে হাসপাতলে আসবেন সেরকম কারো মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

২. পরবর্তী তিন কর্মদিবসের জন্য (বহির্বিভাগ খোলা থাকা সাপেক্ষে) অনলাইন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হবে এবং অনলাইনের জন্য বরাদ্দকৃত সংখ্যা শেষ হওয়া পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে।

৩. অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রোগীরা নির্ধারিত দিনে এসএমএস- এ দেওয়া সময়ের অন্তত ৩০ মিনিট আগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট প্রাপ্তদের জন্যে নির্ধারিত কাউন্টারে আলাদা লাইনে দাঁড়িয়ে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করবেন।

Advertisement

৪. অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট নম্বর (+৮৮০১৫৫২১৪৬২০২) থেকে প্রেরিত এসএমএস প্রদর্শন ও ফি পরিশোধ করে বহির্বিভাগের টিকিট সংগ্রহ করবেন।

৫. বহির্বিভাগের চিকিৎসককে রোগীর এক্স-রে, এমআরআই, সিটিস্ক্যান অথবা অন্য যেকোনো ল্যাবরেটরি বা মেডিকেল রেকর্ড দেখাতে আগ্রহী হলে হাসপাতালে আসার সময়ে সেগুলো সঙ্গে নিয়ে আসতে হবে।

৬. অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতিটি পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। প্রথম মাসের অভিজ্ঞতা এবং ব্যবহারকারীদের কাছ থেকে প্রাপ্ত পরামর্শের আলোকে এই পদ্ধতিটি নিয়মিত আধুনিকায়ন করা হবে।

যাদের ক্ষেত্রে এখনো অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি প্রযোজ্য নয়-

১. বিএসএমএমইউ হাসপাতালের অন্তর্বিভাগ ও বহির্বিভাগ থেকে রেফার করা রোগীদের ক্ষেত্রে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই। অর্থাৎ তারা প্রচলিত নিয়মে বহির্বিভাগের নির্দিষ্ট সেবা পাবেন।

Advertisement

২. বিএসএমএমইউ হাসপাতালের অন্তর্বিভাগ ও বহির্বিভাগ থেকে ফলোআপ ভিজিটের তারিখ দেওয়া রোগীদের ক্ষেত্রে অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই। অর্থাৎ তারা প্রচলিত নিয়মে বহির্বিভাগের নির্দিষ্ট সেবা পাবেন।

অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি সংক্রান্ত পরামর্শ-

১. ‘BSMMU Outdoor Online Appointment System Feedback Box’ অথবা২. ই-মেইল ঠিকানায় (eticketfeedback@bsmmu.ac.bd) পাঠাতে পারবেন।

অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা সংক্রান্ত পরামর্শ-

অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর কোনো কারণে বিএসএমএমইউ হাসপাতালের বহির্বিভাগে আসতে অপারগ হলে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে হবে।

এসইউজে/এএমএ/জেআইএম