ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের প্রস্তুতি হিসেবে একসঙ্গে ৩২টি ইকুইপমেন্টের কমিশনিং করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (৫ মার্চ) নতুন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট কমিশনিং ২০২৫ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মোট ৫৪ কোটি টাকা ব্যয়ে ক্রয় করা ৬ ধরনের মোট ৩২টি অত্যাধুনিক গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের কমিশনিং করা হয়।
Advertisement
ইকুইপমেন্টসমূহের মধ্যে রয়েছে-দুটি অত্যাধুনিক এয়ারক্রাফট কনটেইনার প্যালেট লোডার, ১২টি এয়ারক্রাফট কনটেইনার প্যালেট ট্রান্সপোর্টার ও ৯টি বেল্ট লোডার, ১১৫ টন ক্ষমতাসম্পন্ন ২টি এবং ৬৫ টন ক্ষমতাসম্পন্ন ৫টি এয়ারক্রাফট এয়ার কন্ডিশনিং ইউনিট। এছাড়াও রয়েছে ২টি এয়ার স্টার্ট ইউনিট।
এসব ইকুইপমেন্ট জিএসই বহরে যুক্ত হওয়ার ফলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নব নির্মিত তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সক্ষমতা বৃদ্ধিতে বিমান আরও এক ধাপ অগ্রসর হলো বলে জানিয়েছে বিমান।
বিমানের জনসংযোগ বিভাগ জানায়, জিএসই বহর সম্প্রসারণের ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে চারটি ফর্কলিফট, ৫টি আধুনিকমানের প্যাসেঞ্জার কোচ, টো-ট্রাক্টর ১৮ (আঠারো)টি, ৬ টি বেল্ট লোডার, ২টি পুশব্যাক টো-ট্র্যাক্টর, ৮টি গ্রাউন্ড পাওয়ার ইউনিট অর্থাৎ ৩৫ কোটি টাকা ব্যয়ে মোট ৪৩টি ইকুইপমেন্ট জিএসই বহরে সংযোজন করেছে।
Advertisement
অচিরেই আরও ৬টি এয়ারক্রাফট প্যাসেঞ্জার স্টেপস, ৪ টি পুশ কার্ট, ৪ টি অত্যাধুনিক অ্যাম্বু লিফট বহরে যুক্ত হবে। এছাড়াও ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে ১৪টি এয়ারক্রাফট কনটেইনার প্যালেট লোডার, ৪টি পোর্টেবল ওয়াটার কার্ট, ৬টি ফ্ল্যাশ কার্ট, ২৫০ টি ব্যাগেজ ট্রলি ইত্যাদি, যা আগামী ৬ মাসের মধ্যে যুক্ত হলে জিএসই বহর সমৃদ্ধ করার পাশাপাশি বিমানের রাজস্ব আয়ে বিশেষ ভূমিকা পালন করবে।
এছাড়া সময়ের সাথে সাথে আরও বিভিন্ন ইকুইপমেন্ট ক্রয়ের পরিকল্পনা এরই মধ্যে গ্রহণ করা হয়েছে। ইকুইপমেন্ট ক্রয়ের পাশাপাশি ২০ জন সহকারী ব্যবস্থাপক, ৮১ জন জিএসই অপারেটর, ৭১ জন মেকানিক/ ইলেক্ট্রিশিয়ানসহ বিভিন্ন পদে মোট ১৯৩ জন জনবল নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট ক্রয়, জনবল নিয়োগ ও এদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের উন্নতির মানদন্ড সমুন্নত রাখতে বিমান বদ্ধপরিকর।
ওই অনুষ্ঠানে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, বিমান পরিচালনা পর্ষদের সদস্য লে. কর্নেল (অব.) শাহরিয়ার আহমেদ চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
এমএমএ/এমআইএইচএস
Advertisement