আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
Advertisement
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, আগামীকাল (শুক্রবার) সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন: এক বিভাগে বৃষ্টির আভাসআবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, আজ তাপমাত্রা কিছুটা কম থাকবে। শনিবার থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। তখন গরম বাড়বে। মাসের প্রথমার্ধে বৃষ্টির সম্ভবনা কম। মার্চের শেষে বৃষ্টি হতে পারে।
Advertisement
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস রাজারহাটে৷ আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস।
আরএএস/এমএইচআর/এএসএম