দেশজুড়ে

বাবার ট্রলির নিচে চাপা পড়ে প্রাণ গেলো তিন বছরের শিশুর

নাটোরের লালপুরে বাবার ট্রলিচাপায় মুরসালিন (৩) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত মুরসালিন একই গ্রামের মিন্টু আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মুরসালিনের বাবা ট্রলি নিয়ে বাড়ি ফিরলে গাড়ির শব্দ শুনে সে দৌড়ে বাড়ির বাইরে আসে। অসাবধানতাবশত শিশু মুরসালিন ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি।

Advertisement

রেজাউল করিম রেজা/এফএ/জিকেএস