আজ মঙ্গলবারসহ আগামী দুই দিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে মার্চের প্রথম সপ্তাহের পর তাপমাত্রা ক্রমাগত বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
Advertisement
মঙ্গলবার (৪ মার্চ) এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানায়।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। একইভাবে আগামী বুধবার (৫ মার্চ) ও বৃহস্পতিবারও (৫ মার্চ) সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আরও পড়ুন
Advertisement
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, ৯ মার্চের পর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে। তখন গরমের তীব্রতা বাড়বে।
এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ১২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
আরএএস/ইএ/এএসএম
Advertisement