বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাসপাতালে দেখতে গেলেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
Advertisement
মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২টায় তিনি ইউনাইটেড হাসপাতালে গিয়ে মহাসচিবের সঙ্গে দেখা করেন এবং স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এ সময় তা সঙ্গে ছিলেন দলের সহ-বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম প্রমুখ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে গত রোববার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।
জানা যায়, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় রাতে বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠান ছিল। সেখানে প্রচুর ধুলাবালু থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন বিএনপি মহাসচিব। দুই দিন যাবৎ খারাপ লাগছিল তার। রোববার চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন।
Advertisement
কেএইচ/এসএনআর/এএসএম