মিজানুর রহমান বাবুল, তুষার ইমরান ও তালহা জুবায়ের- তিনজনই বিসিবির চুক্তিভুক্ত কোচিং স্টাফ এবং প্রত্যেকেই বিপিএলে কোচিং করিয়েছেন।
Advertisement
চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হেড কোচ ছিলেন মিজানুর রহমান বাবুল। অল্পের জন্য বাদ পড়া খুলনা টাইগার্সের প্রধান প্রশিক্ষক ছিলেন তালহা জুবায়ের। আর তুষার ইমরান ছিলেন চিটাগং কিংসের কোচ।
এখন তারা কি আবার ঢাকা প্রিমিয়ার লিগে কোচিং করাতে পারবেন? বিসিবির নেয়া সিদ্ধান্ত পরিবর্তন বা পুনর্বিবেচনা করা না হলে, পারবেন না। তাহলে মোহামেডান, প্রাইম ব্যাংক ও লিজেন্ডস অব রূপগঞ্জে প্রিমিয়ার লিগে নতুন কোচ নিয়োগ করতে হবে।
এদিকে আজ সাল ৯ টা থেকে শেরে বাংলা স্টেডিয়াম, বিকেএসপি ৩ ও ৪ নম্বর মাঠে ২০২৫ সালের প্রিমিয়ার লিগ শুরু হয়ে গেছে। মিজানুর রহমান বাবুল, তুষার ও তালহা তিনজনই হেড কোচের দায়িত্বে আছেন। কিন্তু বিসিবির সিদ্ধান্তের কারণে তাদের কি হবে?
Advertisement
আজ সোমবার দুপুরে বিসিবি পরিচালক পর্ষদের সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। ধারণা করা হচ্ছে, বিসিবি তাদের বেতনভুক্ত কোচদের বিপিএলের পাশাপাশি ঢাকা প্রিমিয়ার লিগেও কোচিং করানোর অনুমতি প্রদান করবে।
এদিকে বিসিবির আজকের সভায় দেশি কোচদের পাশাপাশি ভিনদেশি কোচদের চুক্তি নিয়েও আলোচনা হবে। সে সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলের পারফরমেন্স নিয়েও বিশদ আলোচনা হবে বলে জানা গেছে।
এআরবি/আইএইচএস
Advertisement