যত গর্জায় তত নাকি বর্ষায় না। আজ সোমবার বিসিবি পরিচালনা পর্ষদের সভার ব্যাপারটিও হয়েছে তাই। শোনা যাচ্ছিল, অনেক আলাপ আলোচনা ও নতুন নতুন সিদ্ধান্ত হবে। কিন্তু বাস্তবে তেমন কিছুই হয়নি।
Advertisement
তবে একটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত হয়েছে। পূর্বাচলের নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পাল্টে ফেলা হয়েছে। নতুন নামকরণ করা হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)।
এ প্রসঙ্গে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতিখার রহমান মিঠু বলেন, আজকের মিটিংয়ে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে, বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি আমরা। আপনারা জানেন সরকারের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি হয়েছে। সেটার পরিপ্রেক্ষিতে আমরা শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছি। এখন থেকে বলা হবে এনসিজি, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। এটা করা হয়েছে।
এআরবি/এমএমআর/এমএস
Advertisement