জাতীয়

লালমাটিয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুতুল দাহ, অপসারণ দাবি

রাজধানীর লালমাটিয়ায় প্রকাশ্যে দুই তরুণীর ধূমপান করা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্যের জের ধরে অবিলম্বে তার অপসারণ দাবি করেছেন বিক্ষোভকারীরা। সোমবার (৩ মার্চ) বিকেলে রাজধানীর আসাদগেটের লালমাটিয়া বি ব্লক এলাকায় এক প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

Advertisement

এর আগে গত শনিবার লালমাটিয়া বি ব্লক এলাকায় এই ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে একই স্থানে সোমবার প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে নারীর ওপর আক্রমণের ঘটনা জাস্টিফাই করার অভিযোগ তুলে তার অপসারণ দাবি করে বিভিন্ন শ্রেণি ও পেশার নারীদের প্ল্যাটফর্ম ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ।

পরে তারা মিছিল সহকারে লালমাটিয়া এলাকা প্রদক্ষিণ শেষে সমাবেশ করেন জাতীয় সংসদ ভবন এলাকায়। সেখানে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুতুল দাহ করেন।

Advertisement

আরও পড়ুন নারী-পুরুষ সবার জন্যই প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ

সমাবেশে প্রাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লামিয়া ইসলাম বলেন, রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ জায়গায় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যের মধ্য দিয়ে মবের উসকানিদাতায় পরিণত হয়েছেন।

তিনি বলেন, নির্যাতনের শিকার নারীরা যা করেছেন তা অপরাধ হলে সর্বোচ্চ সিভিল অফেন্স হয়। কিন্তু তাদের শারীরিক নির্যাতন করার ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স (ফৌজদারি অপরাধ)। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা কীভাবে একটা ক্রিমিনাল অফেন্সকে জাস্টিফাই করেন?

মিছিলটি লালমাটিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো, মবের বিরুদ্ধে, আগুন জ্বালাও এক সাথে, অবিলম্বে জাহাঙ্গীরকে, পদত্যাগ করতে হবে, বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে স্লোগান দেন নারীরা।

অনেকের হাতে স্লাটশেমিং বন্ধ করতে হবে, বিচারহীনতার সংস্কৃতি, নিপীড়কের রাজনীতি, আমার দেশ, আমার রাস্তা, আমার অধিকার, নারীর বেলায় আইন দেখায়, পুরুষের বেলায় আইন কোথায়? ইত্যাদি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

Advertisement

জানা গেছে, শনিবার লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে শারীরিক লাঞ্ছিতের ঘটনার পর সাংবাদিকরা ওই ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যতটুকু জেনেছি তারা (দুই তরুণী) নাকি সিগারেট খাচ্ছিলেন। কিছু লোক সেখান দিয়ে নামাজ পড়তে যাচ্ছিলেন। তারা বাধা দেওয়ায় তাদের ওপর চা ছুড়ে মেরেছিলেন।

তিনি বলেন, পাবলিক প্লেসে ধূমপান নারী-পুরুষ উভয়ের জন্য অপরাধ। তাই সবাইকে অনুরোধ করব কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করে।

টিটি/এমআইএইচএস/এএসএম