জাতীয়

শহীদের রক্তের সঙ্গে বেইমানি হয় এমন কাজ কেউ যেন না করি

শহীদদের নিয়ে আমাদের রাজনীতির প্রয়োজন নেই উল্লেখ করে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, যাদের করার দরকার তারা করুক।

Advertisement

সোমবার (৩ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনের লেডিজ ক্লাবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে আহত, পঙ্গু ও শহীদ পরিবারের সম্মানে ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শহীদদের পরিবারের জন্য এবারের রমজান একটা ভিন্ন পরিবেশে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পরিবারের সন্তান ছাড়া তাদের ইফতার-সেহরি করতে হচ্ছে। আমাদের শহীদ পরিবারগুলো সেহরি করতে বসে কিন্তু খাবার মুখে যায় না, একই রকম ইফতারের ক্ষেত্রেও হয়।

শহীদ পরিবারগুলো আমাদের পরিবারের সদস্য উল্লেখ করে তিনি বলেন, আমরাও তাদের পরিবারের সদস্য। এবারের ঈদ শহীদ পরিবারের সঙ্গে করবো। নেতাকর্মীদের প্রতিও অনুরোধ সবাই এটা করার চেষ্টা করবেন।

Advertisement

আরও পড়ুন লুটপাটের টাকা উদ্ধার করে শিক্ষকদের বেতন দেওয়া হোক চাঁদাবাজি বাদ দিয়ে প্রয়োজনে ভিক্ষা করে খান: রফিকুল ইসলাম খান

জামায়াতের উদ্যোগে প্রস্তুত করা শহীদ স্মরণিকা সব শহীদ পরিবারের হাতে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।

এসময় তিনি দেশবাসীকে অনুরোধ করেন যাতে কেউ এমন কাজ না করে যার মাধ্যমে শহীদের রক্তের সঙ্গে বেইমানি হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নুরুল ইসলাম বুলবুল বলেন, রাসুল সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- আল্লাহর পথে যারা মারা গিয়েছেন তাদের তোমরা মৃত বল না। নতুনভাবে আমাদের দেশে স্বাধীনতা এনে দিতে যারা শহীদ হয়েছেন তারা শহীদ। আজ আমরা শহীদ পরিবার ও যারা পঙ্গুত্ববরণ করেছেন তাদের মেহমানদারির সুযোগ পেয়ে আনন্দিত।

এএএম/এমআইএইচএস/এএসএম

Advertisement