বলিউডে চলছে তারকার সন্তানদের জয়জয়কার। চলতি বছরে হাফ ডজনেরও বেশি স্টারকিডরা যাত্রা করবেন বলিউডে। এরমধ্যে রাভিনা ট্যান্ডনের মেয়ে রাশা দুর্দান্ত ঝলক দেখিয়েছেন ‘আজাদ’ ছবির আইটেম গানে। তার আগে মুক্তি পেয়েছে আমির খানের ছেলে ও শ্রীদেবী কন্যার সিনেমা। জুটিটি বেশ আলোচনায় ছিল। তবে সিনেমাটি বক্স অফিসে সাফল্য পায়নি।
Advertisement
এর ভিড়েই বলিউডে নতুন বাজি ধরেছেন প্রযোজক করণ জোহর। তিনি এবার নিয়ে আসতে যাচ্ছেন নতুন আরও এক জুটি। তারা হলেন সাইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলী খান ও শ্রীদেবীর ছোট কন্যা খুশি কাপুর। নেটফ্লিক্সে মুক্তি পাবে তাদের সিনেমা ‘নাদানিয়ান’। সম্প্রতি প্রকাশ পেয়েছে এর ট্রেলার।
সেখানে আভাস মিলেছে প্রেম এবং তারণ্যের নানা জটিলতার গল্পে ছবিটি নির্মিত হয়েছে। চলচ্চিত্রে পিয়া জৈ সিং চরিত্রে খুশি কাপুর এবং অর্জুন মেহতা চরিত্রে অভিনয় করবেন ইব্রাহিম আলী খান। দুজনের ভরপুর রোমান্স দর্শক মাতাবে বলে প্রত্যাশা বলিউড বোদ্ধাদের।
এটি ইব্রাহিম আলী খানের বহু প্রতীক্ষিত অভিষেক চলচ্চিত্র। খুশি কাপুর রয়েছেন তার বিপরীতে। ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মহিমা চৌধুরী, সুনীল শেঠি, দিয়া মির্জা এবং জুগল হংসরাজের মতো তারকারা।
Advertisement
‘নাদানিয়ান’ ছবিটি পরিচালনা করেছেন শাওনা গৌতম এবং প্রযোজনা করেছেন করণ জোহর, অপূর্ব মেহতা এবং সোমেন মিশ্ররা।
আগামী ৭ মার্চ নেটফ্লিক্সে প্রিমিয়ার হবে সিনেমাটি।
এলআইএ/জেআইএম
Advertisement