বাংলা সাহিত্যের অমর এক নাম হেলাল হাফিজ। একটি কাব্যগ্রন্থ লিখেই প্রজন্মের পর প্রজন্ম কবিতার স্ফুলিঙ্গ ছড়িয়ে গেছেন তিনি। প্রয়াত এই কবিকে সম্মান জানিয়ে নতুন নাটক নির্মাণ করেছেন রুবেল আনুশ। নাটকের নাম ‘কি যেন ভুলতে চেয়েছিলাম’। এর চিত্রনাট্য লিখেছেন আব্রাহাম তামিম। নাটকটি হেলাল হাফিজের জীবন ও কাজ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
Advertisement
নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ আহমেদ বোগদাদী। তার সঙ্গে জুটি বেঁধেছেন তন্নি মাহমুদ তৃণা।
এর গল্পে দেখা যাবে মফস্বলের এক তরুণ কবি নীরা নামের এক তরুণীর প্রেমে পড়েন। নীরাকে নিয়ে কবিতা লেখা শুরু করেন তিনি। তবে তাদের সেই প্রেমের সম্পর্কে সমাপ্তি আসে যখন ঢাকায় একটি পরিবারে নীরার বিয়ে হয়ে যায়। কবি ঢাকায় এসে সাহিত্যচর্চা অব্যাহত রাখেন। এক সময় তার একটি কবিতার বই প্রকাশ পায় যা নীরাকে নিয়ে লেখা। বইটি পড়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে নীরা।
পরিচালক রুবেল আনুশ জানান, নাটকটি গ্লোবাল টিভি অনলাইন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। বিশেষ করে ভালোবাসা দিবস উপলক্ষে এটি মুক্তি পায়।
Advertisement
এলআইএ/এমএস