নির্বাচনী ইশতেহার অনুযায়ী পরিচালকদের সম্মান পুনরুদ্ধার করা হবে বলে জানিয়েছেন ডিরেক্টরস গিল্ডের নবনির্বাচিত সভাপতি শহীদুজ্জামান সেলিম। তবে রাজনৈতিক পরিচয়ে সংগঠনকে প্রশ্নবিদ্ধ না করার আহ্বানও জানিয়েছেন তিনি। অভিনয়, পরিচালনার পাশাপাশি সংগঠনে সময় দিয়ে একে চাঙ্গা করতে নানা উদ্যোগের কথা জানালেন বরেণ্য এই অভিনেতা।
Advertisement
গত ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন। সভাপতি হিসেবে সবার রায় পেয়ে উদ্বেলিত অভিনেতা শহীদুজ্জামান সেলিম। সংগঠনকে একটি সুদৃঢ় অবস্থানে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতির কথা জানিয়ে জাগো নিউজকে তিনি বলেন, ‘আমরা একটা লিখিত ইশতেহার দিয়েছি। সেখানে বলা হয়েছে, এই সংগঠনটা সক্রিয় ও গতিশীল করাই হবে আমাদের প্রধান কাজ। এর সঙ্গে নির্মাতাদের সম্মান পুনরুদ্ধার ও তার মর্যাদার জায়গাটাও পরিষ্কার করা হবে।’
চারদিকে সংস্কারের হাওয়া বইছে। ডিরেক্টরস গিল্ডে কি কোনো সংস্কারের প্রয়োজন আছে বলে মনে করেন? এমন প্রশ্নে অভিনেতা বলেন, ‘সংস্কারের বিষয়টা পার করে এসেছে এই সংগঠন। একটি সংস্কার কমিটি প্রয়োজনীয় সংস্কার করেছে। তার মধ্যে একটা পুরোনো ইসি কমিটি ছিল, তারা নির্বাচনের ব্যবস্থা করেছে। আপাতত আর কোনো সংস্কার এখানে জরুরি নয়।’
সংগঠনের সভাপতি হিসেবে পূর্ব অভিজ্ঞতা রয়েছে এই অভিনেতার। তবু সংগঠন পরিচালনার চ্যালেঞ্জগুলো কী, সেসব বিষয়ে কী ভাবছেন? জানতে চাইলে শহীদুজ্জামান সেলিম বলেন, ‘এটা একটা অরাজনৈতিক সংগঠন। যারা কাজ করবেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে থেকে কাজ করবেন। ব্যক্তিগতভাবে কারো রাজনৈতিক পরিচয় থাকতে পারে, সেই পরিচয় নিয়ে সংগঠনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। আমার মনে হয় এ ছাড়া আর তেমন কোনো চ্যালেঞ্জ এখানে নেই।’
Advertisement
সংগঠন ও নাট্য পরিচালনা। এসব দায়িত্বের পর পর্দায় তার উপস্থিতি কি কমে যাবে? এমন প্রশ্নে শহীদুজ্জামান সেলিম বলেন, ‘আমি পর্দায় খুব বেশি উপস্থিত থাকি তা নয়। কাজের পর যতটুকু সময় পাওয়া যায়, আমি মনে করি অতটুকুই যথেষ্ট।’
সম্প্রতি মুক্তি পাওয়া বেশ কয়েকটি সিনেমা ও সিরিজে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। ‘সুড়ঙ্গ’ সিনেমায় তার অভিনয় বিশেষভাবে প্রশংসা কুড়িয়েছে। পবিত্র ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় অন্তত তিনটি ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে।
এমআই/আরএমডি/জিকেএস
Advertisement