মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের বিষয়ে পুনরায় লিভ টু আপিল শুনানির জন্য অনুমোদন দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ সংক্রান্ত বিষয়ে আগামী ২২ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির জন্য দিন ঠিক করেছেন সর্বোচ্চ আদালত। একই সঙ্গে দুই সপ্তাহের মধ্যে আপিলের সার-সংক্ষেপ জমা দিতে বলা হয়েছে।
Advertisement
রিভিউ আবেদনের শুনানিতে লিভ (আপিলের অনুমতি) মঞ্জুর করে বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ সংক্রান্ত বিষয়ে আদেশ দেন।
এটিএম আজহারের পক্ষে শুনানি করেছেন আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। সাথে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন ও সৈয়দ মো. রায়হান উদ্দিন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম শুনানিতে অংশ নেন। উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়াও আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।
আইনজীবীরা জানান, প্রচলিত নিয়েম যে রিভিউ শুনানি হয় এর বাইরে গিয়ে সুপ্রিম কোর্টের ইনহেরেন্ট পাওয়ারে এই মামলায় রিভিউ শুনানি হচ্ছে। আদেশের পর এ বিষয়ে এহসান এ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ৪ টি গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে। এরমধ্যে রয়েছে- আপিল বিভাগ যে রায় দিয়েছিলেন সেখানে আন্তর্জাতিক আইন মানা হয়নি, আন্তর্জাতিক আইন বাদ দেওয়া হয়েছিল অসৎ উদ্দেশ্যে। সাক্ষী বলছে তাকে ৫ কিলোমিটর দূর থেকে দেখে চিহ্নিত করেছে যা সম্ভব নয়। কিছু ডকুমেন্ট আদালত কনসিডার করেননি। সেখানে সাক্ষী বলেছে, এটিএম আজহার তার ক্লাসমেট। আসলে ওই সাক্ষী এটিএম আজহারের ক্লাসমেট ছিল না। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের কোনো মামলায় রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে এই প্রথম লিভ মঞ্জুর হলো।
Advertisement
আরও পড়ুন: এটিএম আজহারের রিভিউ: যে আশায় জামায়াতের আইনজীবীরা
এর আগে গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) আংশিক শুনানি শেষে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। তারই ধারাবাহিকতায় আজ শুনানি নিয়ে এ আদেশ এলো।
এর আগে ২৩ জানুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনানির জন্য ২০ ফেব্রুয়ারি দিন রাখেন। ধার্য তারিখে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় ৯ নম্বর ক্রমিকে ওঠে। তবে ক্রম অনুসারে এর আগে থাকা মামলা শুনানি-নিষ্পত্তির মধ্য দিয়ে আদালতের কর্মঘণ্টা শেষ হওয়ায় সেদিন রিভিউ আবেদনের শুনানি হয়নি।
২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেছিলেন এটিএম আজহারুল ইসলাম। ২৩ পৃষ্ঠার পুনর্বিবেচনার এ আবেদনে মোট ১৪টি যুক্তি উপস্থাপন করা হয়।
Advertisement
২০১৪ সালের ৩০ ডিসেম্বর এটিএম আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন আজহারুল। আপিল শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ। ২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
এফএইচ/এমএইচআর/এএসএম