অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মহাকাব্যের কবি রাসেল আশেকীর মহাকাব্য সিরিজ ‘দেহবাতি’। বইটি প্রকাশ করছে শান্তির প্রবেশ। ৬৪ পৃষ্ঠার মহাকাব্যগ্রন্থ ১৬টি পর্বে গ্রন্থিত। গ্রন্থটি রাসেল আশেকীর পঞ্চম মহাকাব্য সিরিজ।
Advertisement
বইটির পরিবেশক পাঠক সমাবেশ, উৎস প্রকাশন ও পানকৌড়ি প্রকাশন। শুভেচ্ছা মূল্য ২৫০ টাকা। পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার পানকৌড়ি প্রকাশনের ১১৬ নম্বর স্টলে।
আরও পড়ুন জুবায়েদ মোস্তফার কাব্যগ্রন্থ ‘মেঘফুলের নৈঃশব্দ্য’ আব্দুন নূরের প্রথম কাব্যগ্রন্থ ‘রক্তাক্ত রক্ত’প্রকাশক জানান, কবি রাসেল আশেকী একজন জীবন্ত কিংবদন্তি। একমনে একধ্যানে একটানা ৩৬ বছর তার কবিতার সঙ্গে বসবাস। ১০-২০ লাখ মন্ত্রমুগ্ধ পাঠক-শ্রোতা-গণমানুষের সামনে সুমধুর কণ্ঠে পাঠ করেছেন নিজের কবিতা। সারাজীবন ব্যয় করছেন একটি কবিতার জন্য, যা কালক্রমে হয়ে উঠছে একটি মহাকাব্য।
মহাকাব্যটি চূড়ান্ত হলেও মূলনাম প্রকাশ হয়নি। পাঠের স্বার্থে মহাকাব্যটি প্রকাশ হচ্ছে সিরিজ আকারে ভিন্ন ভিন্ন নামে। এ সিরিজের শুরুতেই পিতার হিতোপদেশে কবি উপলব্ধি করেছেন মহাকাব্যের নতুনরূপ নতুনশক্তি এবং সৃষ্টি করেছেন একেকটি অন্যকথার কবিতা। যাদের সমষ্টি এ মহাকাব্য।
Advertisement
এসইউ/জিকেএস