বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেল আলাল বলেছেন, ‘ছাত্রদের নতুন দলকে আমরা স্বাগত জানাই। তারা আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রাম করেছে। আপনারা মানুষের কাছে যাবেন, মানুষ আপনাদের বিবেচনায় নেবে, এর পর ফলাফলের অপেক্ষায় থাকতে হবে। তার আগে দয়া করে বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার দল নয়। দেশের মানুষের অন্তরে বিএনপির শেকড় গেঁথে আছে। এ দলকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া সম্ভব নয়।
Advertisement
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালী শহীদ আলাউদ্দিন শিশু পার্কে পটুয়াখালী জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, আজ সমাবেশে বিভিন্ন নেতার নামে অপনারা শ্লোগান দিয়েছেন এটা ভালো, তবে দলের যে সিদ্ধান্ত আসবে এর বাইরে গিয়ে কেউ হিরো হওয়ার চেষ্টা করবেন না। হিরো হতে গিয়ে জিরো হয়ে যাবেন।
পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারেফ হোসেন, জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহদপ্তর সম্পাদক মুহম্মদ মনির হোসেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, সাবেক সদস্য শহিদুল আলম তালুকদারসহ পটুয়াখালী জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপির নেতারা।
Advertisement
আব্দুস সালাম আরিফ/এএইচ/এএসএম